অ্যানালাইসিস বিডি ডেস্ক
স্বাধীনতার পর এক কঠিন ও ভয়াবহ সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে বাংলাদেশ। প্রাণঘাতি করোনা মহামারি সারাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শুধু সরকারি হিসাবেই প্রতিদিন গড়ে আড়াইশ মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আর বেসরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা কয়েকশ হবে। আর প্রতিদিন আক্রান্ত হচ্ছে ১২ হাজারেরও বেশি মানুষ। দেশের হাসপাতালগুলো এখন করোনা রোগীতে ভরপুর। সিট না থাকায় আক্রান্তরা এখন আর হাসপাতালে ভর্তি হতে পারছে না। তারপর অক্সিজেন ও আইসিইউ সংকট চরম আকার ধারণ করেছে। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে অনেক করোনা রোগী। বলা যায়-দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে।
করোনা মহামারির সাথে আবার যোগ হয়েছে ডেঙ্গু। এটা এখন মহামারি আকার ধারণ করছে। প্রতিদিন ২০০ এর উপর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।
তারপর আরেক সংকট দেখা দিয়েছে করোনার টিকার। সরকার এতদিন বিভিন্ন দেশ থেকে ভিক্ষা করে যে কয়টা টিকা এনেছিল সেগুলোও প্রায় শেষ। টিকার অভাবে গণটিকা দান কর্মসূচি ঘোষণা দিয়েও পরে সরকার এটা থেকে পিছিয়ে এসেছে। টিকার জন্য যারা একমাস আগে নিবন্ধন করেছে-তারা এখন পর্যন্ত টিকা নিতে পারছে না। সরকারের হাতে টিকা মজুদ আছে ১ কোটি। আর নিবন্ধন করা আছে ৬৬ লাখেরও বেশি। অর্থাৎ নিবন্ধনের বাইরে ২০ লাখের বেশি মানুষকে সরকার টিকে দিতে পারবে না।
কিন্তু লক্ষণীয় বিষয় হল-দেশের সার্বিক পরিস্থতি যখন এই, তখন শেখ হাসিনা মানুষের দৃষ্টিকে ভিন্নখানে নিতে কথিত মডেল আর মাদকাসক্ত নায়িকাদের পেছনে লেগেছে। দুই দিন পর পর একটা একটা অভিযান চালাচ্ছে আর অনুগত মিডিয়া দিয়ে লাইভ সম্প্রচার করে মানুষকে বিনোদন দিচ্ছে।
দেখা গেছে, কিছু দিন আগে শেখ হাসিনা তার দলের মাদকব্যবসায়ী, চাঁদাবাজ ও মাফিয়া হেলেনা জাহাঙ্গীরকে আটক করে। তাকে আটকের আগ থেকেই গণমাধ্যমগুলোকে হেলেনার বিষয়ে ব্যস্ত রাখে। এরপর ডাকঢোল পিটিয়ে তার বাসায় অভিযান চালানো হল। আটক করা হল তাকে। কথিত এই হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো দেশের গণমাধ্যম।
এরপর, মৌ ও পিয়াসা নামে কথিত দুই মডেলকে অভিযান চালিয়ে আটক করে র্যাব। তাদেরকে নিয়েও একাধারে কয়েকদিন ব্যস্ত থাকে গণমাধ্যম। প্রতিদিন তাদের নিয়ে রসালো সংবাদ পরিবেশন করে দেশের মানুষের চোখগুলোকে এদিকে নিয়ে আসছে।
কথিত মডেলদের সংবাদগুলো যখন রসহীন হয়ে পড়ছে তখন আবার নাটক মঞ্চস্থ করলো নায়িকা পরীমনিকে নিয়ে। পরীমনির বাসায় বিশাল অভিযান চালানো হল। সেই বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলল মিডিয়ার লাইভ প্রচার। এখন হাসিনার পুলিশলীগের সদস্যরা প্রতিদিন মাদকাসক্ত এই নায়িকাকে নিয়ে রসালো সংবাদ দিচ্ছে গণমাধ্যমকে। আর গণমাধ্যমগুলো এসব সংবাদকে অমৃতের মতো মনে প্রচার করছে। সারাদেশের মানুষও মুখিয়ে থাকে এসব পড়ার জন্য। অবস্থা দেখে মনে হচ্ছে-দেশের করোনা মহামারি বলতে কিছু নাই।
Discussion about this post