অ্যানালাইসিস বিডি ডেস্ক
কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না দেশের আলুর বাজার। সরকারের নির্দেশনাকে পাত্তাই দিচ্ছে না আলু ব্যবসায়ীরা। দুইদিন ধরে পাইকারি বাজারে আলুর দাম কিছুটা কমলেও খুচরা বাজারে আগুন। ব্যবসায়ীরা তাদের ইচ্ছে মতো দামে আলুসহ নিত্যপণ্য বিক্রি করছে।
গত ৭ অক্টোবর সরকারের পক্ষ থেকে আলুর দাম নির্ধারিত করে দেয়া হয়েছিল। পাইকারি বাজারে ২৫ টাকা ও খুচরা বাজারে ৩০ টাকা করে বিক্রির কথা ছিল। ব্যবসায়ীদের আপত্তির মুখে পরিবর্তন করে আবার পাইকারি বাজারে ৩০ টাকা ও খুচরা বাজারে ৩৫ টাকা কেজি দামে আলূ বিক্রির সিদ্ধান্ত হয়। কিন্তু বাজারে দেখা গেছে, খুচরা বাজারে ব্যবসায়ীরা ৪৫-৫০টাকা কেজিতে আলু বিক্রি করছে।
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কেন আলু বিক্রি করছে, এমন প্রশ্ন করলে ব্যবসায়ীরা বলছেন-আমরা কমে পারবো না। নিলে নেন না নিলে যান।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু আলু নয়, বাজারে এখন সব নিত্যপণ্যের দামই বেশি। চাল, পেয়াজ, তেলসহ সবজির বাজারের অবস্থা খুবই খারাপ। নিম্ন আয়ের মানুষ বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিস কিনতে পারছেন না।
বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের মতো এখনও শিম, টমেটো, গাজর, বেগুন, বরবটি ও উস্তার কেজি একশর ঘরে রয়েছে। এর সঙ্গে নতুন করে একশ টাকার তালিকায় নাম লিখিয়েছে শসা।
এর মধ্যে টমেটো গত কয়েক মাসের মতো এখনও ১২০ থেকে ১৪০ টাকা এবং গাজর ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গত সপ্তাহের মতো শিমের কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা। আর শসার কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৭০ টাকার মধ্যে।
বরবটির কেজি গত সপ্তাহের মতো ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনও গত সপ্তাহের মতো ৮০ থেকে ১১০ টাকা কেজি বিক্রি হচ্ছে। দাম অপরিবর্তিত রয়েছে উস্তারও। এক কেজি উস্তা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা।
এগুলোর পাশাপাশি বাজারে অন্য সবজিগুলোও স্বস্তি দিচ্ছে না। পটলের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, তা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৭০ টাকা। গত সপ্তাহে ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হওয়া ঢেঁড়সের দাম বেড়ে ৭০ থেকে ৮০ টাকা হয়েছে।
দাম বাড়ার তালিকায় রয়েছে ঝিঙা, কাঁকরোল, ধুন্দুল, কচুর লতি। ঝিঙার কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, তা গত সপ্তাহে ছিল ৫০ থেকে ৬০ টাকা। গত সপ্তাহে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া কাঁকরোলের দাম বেড়ে ৭০ টাকা হয়েছে। একই দামে বিক্রি হচ্ছে কচুর লতি, যা গত সপ্তাহে ছিল ৫০ থেকে ৬০ টাকা।
লাউয়ের পিস গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। এক হালি কাঁচকলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। বাজারে আসা শীতের আগাম সবজি ফুলকপি ও বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে শুধু মুলা ও পেঁপে। এর মধ্যে মুলার কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। পেঁপের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়।
স্বস্তি মিলছে না কাঁচা মরিচ ও পেঁয়াজের দামেও। এক কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। আমদানি করা বড় আকারের ভারতীয় পেঁয়াজের কেজির জন্যও গুনতে হচ্ছে ৮০ টাকা। গত মাসে ভারত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয়ার পর থেকেই এমন চড়া দামে বিক্রি হচ্ছে।
নিত্যপণ্যের এমন চড়া দামে ক্রেতাদের মুখ থেকে শুধু হতাশার কথায় শোনা যাচ্ছে। মধ্য বাড্ডার বাসিন্দা রেজা বলেন, অনেক দিন ধরেই সবজির দাম বেশি। আর এক সপ্তাহে ধরে বাজারে সবকিছুর দাম আগুন। একশ টাকার সবজি কিনলে এক বেলাও ঠিক মতো হয় না। এক সপ্তাহে শুধু সবজির পেছনেই দেড়-দুই হাজার টাকা খরচ হচ্ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, আমাদের পক্ষে টেকাই মুশকিল হয়ে যাচ্ছে।
কারওয়ান বাজার থেকে সবজি কেনা মিলন কর্মকার বলেন, আমাদের কপাল থেকে সবজি প্রায় উঠে গেছে। বেশিরভাগ সবজির কেজি একশ টাকা। এত দাম দিয়ে সবজি কি করে কিনব? হিসাব করে দেখলে সবজির থেকে এখন বয়লার মুরগি সস্তা। কারণ বয়লার মুরগির কেজি ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
প্রায় একই ধরনের কথা বলেন রামপুরার বাসিন্দা জহিরুল ইসলাম। তিনি বলেন, একশ টাকার সবজি কিনলে একদিনও হয় না। ২০০ টাকার বয়লার মুরগি কিনলে টেনেটুনে দুই দিন নেয়া যায়। এর সঙ্গে মসলা ও তেলের খরচ আছে। বাস্তবতা হলো, এখন স্বল্প আয়ের মানুষের জীবন চালানো দায় হয়ে গেছে। একবেলা না খেয়ে থেকেও খরচের লাগাম টানা যাচ্ছে না।
সবজির দামের বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ী মো. মিন্টু বলেন, বন্যার পর টানা বৃষ্টিতে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। চাহিদার তুলনায় বাজারে সবজির সরবরাহ অনেক কম। এ কারণে সবজির দাম এমন চড়া। সামনের সপ্তাহে সব সবজির কেজি একশ টাকা হয়ে গেলে অবাক হওয়ার কিছু নেই। পরিস্থিতি যা তাতে জানুয়ারির আগে সবজির দাম কমার সম্ভাবনা কম।
যাত্রবাড়ির এক ব্যবসায়ী বলেন, সবজির দাম বাড়ায় আমরাও বিপাকে আছি। বিক্রি অনেক কমে গেছে। আবার দাম বেশি হওয়ায় কারণে অল্প লাভে সবজি বিক্রি করতে হচ্ছে। এছাড়া আড়ৎ থেকে সবজি আনার পর নষ্ট অনেক সবজি ফেলে দিতে হচ্ছে। সবমিলিয়ে কোনো রকমে আসল টিকছে। এ অবস্থা চলতে থাকলে এক সময় ব্যবসা বন্ধ করে দিতে হবে।
বেশ কিছু দিন ধরেই আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উর্ধ্বগতি নিয়ে সারাদেশে তোলকালাম চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বমহলের সমালোচনার মুখে সরকার আলুর দাম নির্ধারিত করে দেয়। দাম নির্ধারণ করে সরকার আর বাজার মনিটরিং করার কোনো ব্যবস্থা করেনি। যার দরুণ ব্যবসায়ীরা তাদের ইচ্ছে মতো দামে বিক্রি করছে আলুসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস।
এরপরেও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সচিবালয়ে বসে বসে প্রেস ব্রিফিং করে মানুষকে কথিত উন্নয়নের গল্প শুনাচ্ছেন। দেশে এখন কোনো গরীব মানুষ নাই। ত্রাণের খাবার নাকি মানুষ এখন পশুকে খাওয়াচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের চড়া দামের কারণে মানুষ বাজারে যাচ্ছে না। সেদিকে মন্ত্রীর কোনো নজর নাই। আর বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিতো বাজার নিয়ন্ত্রণে প্রথম থেকেই ব্যর্থ।
সাধারণ মানুষের এখন একটাই প্রশ্ন-বাজারের নিয়ন্ত্রণ এখন কার হাতে? বাজার চালাচ্ছে কে? সিন্ডিকেট কি সরকারের চেয়েও ক্ষমতাধর? নাকি এসব সিন্ডিকেটের সাথে সরকারের লোকজনও জড়িত?