অ্যানালাইসিস বিডি ডেস্ক
বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে শেখ হাসিনার বিশ্বস্ত ও একনিষ্ঠ দালাল হিসেবে পরিচিত সাংবাদিক নঈম নিজাম ও পীর হাবিবুর রহমান। তারা দুইজন আবার চরম সুবিধাবাদী হিসেবেও পরিচিত। হাসিনার দালালি করলেও দেশে যখন যে সরকার আসে সেই সরকার থেকেই সুবিধা নেয় তারা।
বিশেষ করে ফখরুদ্দিন-মইনুদ্দিনের সময় তাদের ভুমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ওই সময় তারা সেনা সরকারের সঙ্গে সম্পর্ক রেখে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাক লুট করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
তারপর ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তারা আবার শেখ হাসিনার আস্থাভাজনে পরিণত হন। চাটুকারিতা ও তেলবাজি করে শেখ হাসিনা থেকে বিভিন্নভাবে সুবিধা নিয়ে আসছে।
তবে, অবশেষে তারা সরকারের গোয়েন্দা জালে আটকা পড়েছে। তাদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। লেনদেনের সব তথ্য, কেওয়াইসি (নো ইওর কাস্টমার) ফর্মসহ হিসাব সম্পর্কিত সমস্ত তথ্য দেশের সব ব্যাংকগুলোর কাছে তলব করা হয়েছে বলে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তলব করা তথ্য ও নথির ভেতর রয়েছে যাবতীয় কাগজপত্রসহ হিসাব খোলার ফর্ম, কেওআইসি, ট্রানজেকশান প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী ইত্যাদি।
বাংলাদেশ ফাইনানশিয়াল ইনটেলিজেন্স ইউনিট অর্থপাচার রোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কাজ করে। তারা মূলত সন্দেহজনক আর্থিক লেনদেন, অর্থপাচার, সন্ত্রাসবাদে অর্থায়নের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে এবং আইন প্রয়োগকারী ও সরকারের অন্যান্য সংস্থাগুলোকে তা দিয়ে থাকে।
কোন সংস্থা থেকে তাদের এসব তথ্য চাওয়া হয়েছে সে প্রশ্নের উত্তরে বিষয়টিকে ‘অতি গোপনীয়’ হিসেবে বর্ণনা করেন ওই কর্মকর্তা।