অ্যানালাইসিস বিডি ডেস্ক
সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনে ২০ দলীয় জোটের একক প্রার্থী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বর্তমানে সকল প্রার্থীদের মধ্যে তিনিই জনপ্রিয়তার শীর্ষে আছেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম। তিনি এবং তার বাহিনীর সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও বিরোধীদলের নেতাকর্মীদের ওপর সীমাহীন অত্যাচার নির্যাতনের কারণে উল্লাপাড়া ও সলঙ্গার মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ। তানভীর ইমামের সন্ত্রাসী বাহিনীর কারণে সাধারণ মানুষ প্রকাশ্যে মুখ খুলতে না পারলেও ভেতরে ভেতরে তারা পরিবর্তন চাচ্ছে। কিন্তু গণবিচ্ছিন্ন তানভীর ইমাম কয়েক বছর ধরেই হামলা মামলার মাধ্যমে বিএনপি জামায়াত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে রেখেছেন। আর এ কাজে তাকে সহযোগিতা করে যাচ্ছেন উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহমদ।
খোঁজ নিয়ে জানা গেছে, ওসি দেওয়ান কৌশিক আহমেদের গ্রামের বাড়ি টাঙ্গাইল। আর তানভীর ইমামদের আদি বাড়িও টাঙ্গাইল। তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। ওসি কৌশিক আহমেদ উল্লাপাড়া থানায় আছেন তিন বছর ধরে। তানভীর ইমামের পরিকল্পনার আলোকেই তিনি বিএনপি জামায়াতের নিরপরাধ নেতাকর্মীদের নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার ও হয়রানি করছেন।
ওই এলাকার একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, ওসির পক্ষ থেকে সরাসরি নির্দেশ দেয়া আছে তানভীর ইমাম ও ওসির বিরুদ্ধে কোনো নিউজ করা যাবে না। তাই উল্লাপাড়ার সাংবাদিকরা জীবনের ভয়ে তানভীর ইমাম ও ওসির অন্যায় অপকর্মের বিরুদ্ধে কিছুই লিখতে পারছে না।
একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসন্ন একাদশ সংসদ নির্বাচেন ২০ দলীয় জোটের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানকে পরাজিত করতে ওসি কৌশিক আহমেদ এখন প্রকাশ্যে মাঠে নেমেছেন। বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মাঠ ছাড়া করতে গণহারে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করছেন। এমনকি ধানের শীষের পক্ষে যারা পোলিং এজেন্ট থাকবেন তাদের তালিকাও তিনি তৈরি করেছেন। সেটা তিনি তানভীর ইমামের কাছে হস্তান্তর করেছেন। তানভীর ইমামের লোকজন এখন বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে কেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছে। এরপরও তারা যদি ভোট কেন্দ্রে যায় তাহলে পরিণতির কথাও বলে দিচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় নির্বাচন একটা উৎসব হলেও উল্লাপাড়া ও সলঙ্গার মানুষদের মাঝে বিরাজ করছে ভয় আতঙ্ক। তাদের আশঙ্কা ভোটের দিন তানভীর ইমাম ও ওসি কৌশিকের বাহিনী তাদেরকে কেন্দ্রের কাছেও যেতে দিবে না। কারণ সুষ্ঠু নির্বাচন হলে রফিকুল ইসলাম খানের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তার পক্ষে উল্লাপাড়ায় গণজোয়ার তৈরি হয়েছে। এই গণজোয়ারই তানভীর ইমামকে আশঙ্কায় ফেলেছে।
স্থানীয়দের অভিযোগ, তানভীর ইমামের বাবা এইচটি ইমাম আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। পুলিশ প্রশাসন তাদের কথার বাইরে যাবে না। এজন্য নির্বাচনের আগে যদি ওসি কৌশিক আহমেদকে বদলি করা না হয় তাহলে ভোট দেয়াতো দূরের কথা বিএনপি জামায়াতের লোকজন বাড়িতেই থাকতে পারবে না। এমনকি সাধারণ মানুষও কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার সুযোগ পাবে না। আর মনোনয়ন পাওয়ার পরই তানভীর ইমাম নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ভোটকেন্দ্র নিজেদের দখলে রাখতে। বিএনপি জামায়াতের লোকজন যাতে কেন্দ্রের কাছেও না আসতে পারে। এ অবস্থায় উল্লাপাড়ায় সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ওসি কৌশিক আহমেদকে বদলি করতে হবে।