রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সরকারের বার্তাতেই কাজ করছে ইসি: সুজন

জুলাই ২৬, ২০১৮
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

রংপুর, খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের উদাহরণ টেনে নাগরিক সংগঠন সুজন বলেছে, নির্বাচন কমিশন এখন সরকারের ‘বার্তাতেই’ কাজ করছে। রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচনের আগে বুধবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটি দাবি করেছে, স্থানীয় পর্যায়ের এই নির্বাচনেও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই।

আগামী 30 জুলাই অনুষ্ঠেয় রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সুজনের সভাপতি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান। রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তথ্য উপস্থাপনের জন্য এই সংবাদ সম্মেলন ডাকে সুজন।

এতে সাংবাদিকদের এক প্রশ্নে সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার গত ডিসেম্বরে অনুষ্ঠিত রংপুর সিটি নির্বাচনের সঙ্গে গত দুই মাসে অনুষ্ঠিত গাজীপুর ও খুলনার নির্বাচনের তুলনা করেন।

তিনি বলেন, “রংপুরে ইলেকশন হয়েছে। আমরা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণেই সব কিছু দেখেছি। সুষ্ঠুভাবে সবকিছু হয়েছে। পুলিশ প্রশাসনও ঠিকমত কাজ করেছে, সংশ্লিষ্ট সকলে ভালোমতো কাজ করেছে। তার মানে ওখানে একটা বার্তা গিয়েছিল, সরকার চাই এই নির্বাচন ভালো হবে।”

খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে উল্টোটা ঘটেছে মন্তব্য করে তিনি বলেন, “আমরা একটা জিনিস দেখেছি, সিল মারা হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে আছে, তারা কিছু বলছে না। নির্বাচনী দায়িত্বে যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তারাও কিছু বলছেন না। তার মানে যাদের যে দায়িত্ব ছিল, সে দায়িত্ব তারা ঠিকভাবে পালন করছেন না।

“তার মানে একই নির্বাচন কমিশন প্রথম সফল হচ্ছে, আবার একই নির্বাচন কমিশনের অধীনে তাদের যারা সহযোগী তারা ঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। আমাদের কাছে মনে হয়েছে, এখানে সরকারের দিক থেকে যদি বার্তাটা ঠিকভাবে যায়, তবে তারা ঠিকভাবে পালন করেন, না গেলে তারা ঠিকভাবে কাজ করেন না।”

কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনকে ‘সরকারের আজ্ঞাবহ’ বলে আসছে বিএনপিও। তা প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলছেন, ইসির কাজে কোনো হস্তক্ষেপ করছে না সরকার।

সংবাদ সম্মেলনে সুজন সভাপতি হাফিজউদ্দিন সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, “একটা উদাহরণ দেব, সিলেটে একজনকে গ্রেপ্তার করে নিয়ে গেল… পুলিশ স্বীকারই করে না। পরে প্রার্থী অবস্থানের পর স্বীকার করল, বলল, আমরা তাকে রেগুলার মামলায় অ্যারেস্ট করেছি। নির্বাচনের সময় দেখা যাচ্ছে, কারও বিরুদ্ধে মামলা ছিল ছয় মাস আগে, এক বছর আগে। এতদিন তাদের ধরে নাই, এখন ধরতেছে। এটাকে তো উদ্দেশ্যমূলক বলব।”

আরেক প্রশ্নে তিনি বলেন, “এক কথায় বলতে গেলে, লেভেল প্লেয়িং ফিল্ড দেখা যাচ্ছে না। কারণ আজকের পত্রিকায় দেখলাম, প্রধানমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছে। সরকারি কর্মকর্তারা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না।

“বরিশালের মেয়র ক্যান্ডিডেট সরওয়ার সাহেব, ওনার বাড়ির সামনে পুলিশ বসে আছে। তারা বলছে, সন্ত্রাসীদের আনাগোনার জন্য সেখানে পুলিশ আছে। কিন্তু আগে সন্ত্রাসের আনাগোনা ছিল না? তা থাকলে আগে থেকে করার দরকার ছিল। ইলেকশন কমিশনের যে দায়িত্ব, লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা করা, সেটা এখনও তারা করতে পারেনি।”

খুলনা ও গাজীপুরের নির্বাচন নিয়ে হাফিজউদ্দিন বলেন, “সেখানে সহিংসতা রিপোর্টেড হয়নি। গাজীপুরেই তো যা ভোট তার চেয়ে বেশি প্রিজাইডিং অফিসার লিখেছে… তার বিরুদ্ধে কি ইলেকশন কমিশন কোনো অ্যাকশন নিয়েছে? আমরা তো শুনি নাই। জাল ভোট দেওয়া হয়েছে- আপনারাই রিপোর্ট করেছেন।”

“এখন সরকারকে বলতে হবে, আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। এটা ডেমোনেস্ট্রেট করতে হবে, যাতে দেশবাসী বোঝে, ইলেকশন কমিশন বোঝে, ভোটাররা বোঝে,” বলেন তত্ত্বাবধায়ক সরকারে দায়িত্ব পালনকারী হাফিজউদ্দিন।

সুজনের নির্বাহী সদস্য স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, “এখন যে নির্বাচনগুলো হচ্ছে, তা একটি বিশেষ মডেলের দিকে যাচ্ছে। এটা ভালোভাবে ব্যাখ্যা করা যাচ্ছে না। কী হচ্ছে, কীভাবে হচ্ছে- এটা ভালোভাবে এক্সপ্লেইন করা যাচ্ছে না।”

নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, “একটা সংশয়, সন্দেহ, অবিশ্বাস থেকে যাচ্ছে। মানুষ মারা যায়নি আগের মতো, সহিংসতা হয়নি। কোনো ক্ষেত্রে দিনের ভোট রাতে হয়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে লাইন থেকে যাচ্ছে, ভোট হয়ে যাচ্ছে। কোনো ক্ষেত্রে লাইন নেই, কাজ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে, 2 লাখ ভোট পাচ্ছে একজন প্রার্থী, কিন্তু তার কোনো এজেন্ট নাই।

“দুই লাখ ভোট যে প্রার্থী পায়, সে এজেন্ট দিতে পারে না! কেন পারে না? তার এজেন্টরা কেন যায় না, সেটা আনএক্সপ্লেইনেবল। এটা কি ভয়ের মডেল না কি, আমি বলতে পারব না। নাকি মানুষ ভোটের ক্ষেত্রে উদাসীন হয়ে যাচ্ছে- সেজন্য হচ্ছে। নাকি একটি বিশেষ দল আগ্রাসী হয়ে গেছে, সেজন্য হচ্ছে।”

রাজশাহী, বরিশাল ও সিলেটের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্যাবলি বিশ্লেষণ করে সুজনের সমন্বয়ক দিলীপ কুমার বলেন, সরকারের সহযোগিতা না পাওয়া গেলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন কখনোই সম্ভব হবে না। তাই বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে বোঝাপড়া করা উচিত নির্বাচন কমিশনের।

“যদি ইতিবাচক সাড়া পাওয়া না যায়, তবে প্রশ্নবিদ্ধ নির্বাচনের দায় না নিয়ে, আগেই নির্বাচন আয়োজনে অপারগতা প্রকাশ করা উচিত কমিশনের।”

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫
Home Post

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

মে ৩১, ২০২৫

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

    সেপ্টেম্বর ১৬, ২০২৫

    সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    আগস্ট ১০, ২০২৫

    জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    মে ৩১, ২০২৫

    মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্পের নতুন প্রস্তাব

    মে ২১, ২০২৫

    ইশরাকের মেয়র হতে বাধা কোথায়?

    মে ২১, ২০২৫

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD