অ্যানালাইসিস বিডি ডেস্ক
যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ওয়াহিদুল ইসলামের সঙ্গে গোপন বৈঠক করার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বাদ দেয়া হয়েছে প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে। তুরিন দাবি করেছেন যে, নিয়ম অনুযায়ীই তিনি তার সঙ্গে দেখা করেছেন। কিন্তু, ওয়াহিদুল ইসলামের সঙ্গে ফোনে যা বলেছেন তা থেকে জানা যায়, তিনি তাকে বাচাতেই মূলত তার সঙ্গে গোপন বৈঠক করেছেন। অ্যানালাইসিস বিডির পাঠকদের জন্য ওয়াহিদুল ইসিলামের সঙ্গে তুরিন আফরোজের আলোচিত সেই ফোনালাপ তুলে ধরা হলো-
তুরিন: হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি ওয়াহিদুল ইসলামের নাম্বার?
ওয়াহিদুল: হে বলছি। কাকে চাচ্ছেন?
তুরিন: আমি আপনাকেই চাচ্ছি। আমার নাম তুরিন আফরোজ।
ওয়াহিদুল: কি নাম?
তুরিন: আমার নাম তুরিন আফরোজ। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর।
ওয়াহিদুল: আন্তর্জাতিক?
তুরিন: আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর।
ওয়াহিদুল: ও আচ্ছা।
তুরিন: ভাল আছেন আপনি? (হাসতে হাসতে)
ওয়াহিদুল: আছি আলহামদুলিল্লাহ।
তুরিন: আচ্ছা (হাসি)। আপনার সাথে কখনো কি দেখা করা যাবে?
ওয়াহিদুল: কি ব্যাপারে? বলুন।
তুরিন: আমি ফোনেতো আপনার সাথে কথা বলতে পারবো না। ফোনে বলা একটু মুশকিল। আমি জানি না, আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন। আমি কখনো মিথ্যা মামলা হাতে নেই না। এবং মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানানোর কাজ করা আমার ইয়ে না। একটা জায়গায় আপনার নাম নিয়ে একটু ইয়ে হচ্ছে। আমার কাছে সব ডকুমেন্ট আছে। লিগ্যাল ইয়েতে আপনার নামটি আসলে অপরাধে পড়ে না। আমি একবছর ধরে কাগজগুলো চেক করেছি। আপনার বিষয়টা আসলে যুদ্ধাপরাধে পড়ে না। আমাদের মধ্যে কিছু মানুষের একটু বেশি উৎসাহ থাকে যে এটাকে একটা অপরাধ বানাতেই হবে। এ জায়গাটাতে আমি একেবারে এ্যান পয়েন্টে আছি যে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করতে হবে। শুধু সতর্ক হওয়ার জন্য আপনাকে বিষয়টি জানানো।
ওয়াহিদুল: আমার সাথে আলাপ করলে এটার রেজাল্টা কী হবে? একজন ব্যক্তি এটাকে নিয়ে বাড়াবাড়ি করতেছে। এটা আসলে কিছুই না।
তুরিন: একজন কি এমন আছেন যে এটা করতেছে?
ওয়াহিদুল: হ্যা, একজন আছেন।
তুরিন: আমাদের টিমের ভেতরেই একজন আছেন যার কাছ থেকে খুব পেশার আসতেছে।
ওয়াহিদুল: বিষয়টি জানানোর জন্য আমি আপনার প্রতি খুবই খুশী। আপনি থাকেন কোথায়?
তুরিন: আমি উত্তরাতে থাকি।
ওয়াহিদুল: আমি গুলশানে থাকি। আপনি একদিন আসেন। বিষয়টি ডিসকাস করলে ক্লিয়ার হবে।
তুরিন: আমি পুরো জিনিসটা দেখেছি। এটা নিয়ে অনেক ডিসকাস করেছি। আমি বলেছি যে, এটা দিয়ে আমি কিভাবে আবেদন করবো? কিন্তু তারা বলছে অন্যরকমভাবে বানাই দেন। জিনিসটা হলো আমি এটা না করলেও অন্য কেউ এটা করবে। ওনি অন্য কাউকে দিয়ে এটা করাবে। আর পেশাদারিত্ব থেকেতো করতেই হয়। উনিও কি উত্তরাতে থাকেন?
ওয়াহিদুল: উনি, হ্যা উত্তরাতে থাকেন।
তুরিন: আচ্ছা। আপনার বাসাটা সব সার্ভের মধ্যেই আছে। তাই আপনার বাসায় যেতে পারি না। যদি অন্য কোথাও হয়। আর আমি বোরকাতে আসতে পারি। চলতি মাসের শেষ সপ্তাহে আমাকে এটা করতে বলেছে। বলেছে আমরা তাকে ধরবো। কিন্তু আমি বলেছি যে এটা আমি করতে পারি না।
ওয়াহিদুল: কবে বলছে?
তুরিন: লাস্ট উইকে। আমার বাবাকে আমাকে যে শিক্ষা দিয়েছে আমি সেটার বাইরে যেতে চাই না। আপনি আমার বাবার বয়সেরই হবেন।
ওয়াহিদুল: আপনি আসেন। আসলে বিষয়টা ডিসকাস হবে।
তুরিন: স্টোরিটা আমাকে একটু বলুনতো।
ওয়াহিদুল: আমি আপনাকে বলবো। আমি কখনো মিথ্যা বলি না। মিথ্যা বলা পছন্দও করি না।
তুরিন: আচ্ছা। আপনার বাসাটা হচ্ছে হাউজ-৩৫, গুলশান। কালকে আমাদের একটা উদযাপন আছে। দেন সন্ধ্যায়।
ওয়াহিদুল: জি, সরি।
তুরিন: কালকে সন্ধ্যা বেলা।
ওয়াহিদুল: ওকে আসেন।
তুরিন: আই উইল বি ক্যাম ইন বোরকা।
ওয়াহিদুল: ঠিক আছে। ইউ আর ব্যারিস্টার তুরিন আফরোজ?
তুরিন: ইয়ে, ব্যারিস্টার তুরিন আফরোজ।
https://www.youtube.com/watch?v=YncokUBJ714