পুলিশ হেফাজতে নিহত ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনের পরিবারের সাথে দেখা করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দুপুরে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সালাউদ্দিন আইয়ুবির নেতৃত্বে মিলনের গাজীপুরের মাঝুখান এলাকার বাড়িতে তার পরিবারের সাথে তারা দেখা করেন। এসময় পুবাইল গাজীপুর থানা আমীর, গাজীপুর মহানগরী শিবিরের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, তেজগাঁও থানা ছাত্রদলের সহ সভাপতি রাশেদুল ইসলাম, ছাত্রশিবির গাজীপুর মহানগরী সেক্রেটারি ফখরুল আলম সিফাতসহ, স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ মিলনের পরিবারের সার্বিক খোজ খবর নেন ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সমবেদনা জানাতে গিয়ে শিবির নেতৃবৃন্দ বলেন, ‘অবৈধ’ সরকারের ভয়াবহ দু:শাসন জনগণের বুকে চেপে বসেছে। সরকারের নির্দেশেই জাকির হোসেন মিলনকে রিমান্ডের নামে নির্যাতন করে খুন করা হয়েছে। বিনা অপরাধে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়ন করতে গিয়ে মায়ের বুক খালি করা হয়েছে। এতিম করা হয়েছে অবুঝ শিশুদের। জাকির হোসেনের বাবা নেই। তার বৃদ্ধা মা, স্ত্রী, দুই শিশু সন্তান ও ছোট দুই বোন করুন অবস্থার মধ্যে পড়েছেন।
তারা বলেন, জামায়াত-শিবিরের বহু নেতাকর্মীকেও শুধু মাত্র ভিন্ন মতের কারণে তার মতো নির্যাতন করে হত্যা করা হয়েছে। ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনকে একটানা ৪২দিন রিমান্ডে রেখে অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। একই কায়দায় বহু নেতাকর্মীকে গুম, খুন করেছে পুলিশ। এরকম শত শত পরিবারের পরিবারের আহাজারিতে প্রতিনিয়ত ভারি হচ্ছে এদেশের বাতাস। যারা দেশ ও গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের অনেকেই অবৈধ সরকারের আক্রোশের শিকার হতে হয়েছে। এই সরকার যতোদিন থাকবে ততোদিন জনগনের কষ্ট শুধু বাড়বেই। এখন সকলের ঐক্য প্রয়োজন। সকল অন্যায়ের বিরুদ্ধে জনগনকে রুখে দাঁড়াতে হবে।
সাক্ষাতের সময় নেতৃবৃন্দ পরিবারের সদস্যদের হাতে ছাত্রশিবিরের পক্ষ থেকে সৌজন্য সামগ্রী তুলে দেন। পরে নিহত জাকির হোসেনের কবর যিয়ারত এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
বিজ্ঞপ্তি