অ্যনালাইসিস বিডি ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা নিয়ে যখন পাল্টাপাল্টি দোষারোপ চলছে, ঠিক তখনই এক চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করলেন ফেনীর রাজনীতিতে এক সময়ের আলোচিত নাম জয়নাল হাজারী। সারাদেশে এখন এই ভিডিও নিয়ে তোলপাড়। এমনকি তিনি ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন, ভিডিও বার্তাটি দেখুন, কারা খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করেছে।
বাংলাদেশে আলোচিত যে দুইজন রাজনৈতিক গডফাদার রয়েছে জয়নাল হাজারী এর একজন। জয়নাল হাজারী ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। ১৯৯৬ সালের নির্বাচনে জয়নাল হাজারী ফেনীতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের শাসনামলের ৫টি বছরই ফেনী সন্ত্রাসের রাজ্যে পরিণত হয়েছিল। আর এ রাজ্যের রাজা ছিলেন জয়নাল হাজারী। এরপর ২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জয়ী হয়ে সরকার গঠন করলে দেশ ছেড়ে পালিয়ে যায় জয়নাল হাজারী। কিন্তু, বিএনপি-জামায়াত জোট ক্ষমতা ছাড়ার পর যখন তিনি দেশে ফিরলেন, তখন তার রেখে যাওয়া রাজ্য চলে গেছে অন্যের দখলে। রাজ্য শাসন করছেন তখন তারই এক সময়ের অনুসারী নিজাম হাজারী। তখন থেকেই দুই হাজারীর মধ্যে দ্বন্দ্বের সূচনা হয়। যা এখনো চলছে।
এদিকে, নিজাম হাজারীও জয়নাল হাজারীর স্টাইলেই ফেনীকে নিয়ন্ত্রণ করছেন। একচ্ছত্র ক্ষমতা ধরে রাখতে দলের জনপ্রিয় নেতাদেরকে সরিয়ে দিচ্ছেন। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো উপজেলা চেয়ারম্যান একরামুলকে আগুনে পুড়িয়ে হত্যা করা। বলা যায় নিজাম হাজারীর ক্যাডার বাহিনীর কাছে এখন পুরো ফেনীবাসী জিম্মি।
জানা গেছে, গত শনিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে ওবায়দুল কাদেরের নির্দেশে জয়নাল হাজারীই তার ক্যাডার দিয়ে দফায় দফায় হামলা করিয়েছে। খালেদা জিয়া ফেনী ছাড়ার পর রাতে নিজাম হাজারী তার অনুসারীদেরকে হামলার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য দিয়েছেন এমন একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।
https://youtu.be/lvIarmwE51I
ভিডিওটিতে দেখা যায়- নিজাম হাজারী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আজকের ঘটনার জন্য কেন্দ্র থেকে ফোন করে আমাকে এবং আপনাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে। খালেদা জিয়া আবার মঙ্গলবার আসবেন। ওই দিনও আপনাদেরকে থাকতে হবে। আপনাদেরকে নির্দেশ দেয়া হবে। সেই নির্দেশ অনুযায়ী আপনারা কাজ করবেন। এরপরই অনুসারীরা স্লোগান দিতে থাকেন, ‘নেতা আছে, নিজাম ভাই, নিজাম ভাই’ বলে।
আর নিজাম হাজারীর এই ভিডিওটি প্রকাশ করেছেন বর্তমানে তারই চিরপ্রতিদ্বন্দ্বি জয়নাল হাজারী। তিনি এনিয়ে একটি জাতীয় দৈনিকে ছোট একটি আর্টিক্যালও লিখেছেন।
নিজাম হাজারীর এই ভিডিও জয়নাল হাজারী প্রকাশের পর এনিয়ে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। রাজনীতিক বিশ্লেষকসহ সচেতন মানুষ বলছেন, দুই হাজারীর দ্বন্দ্বে আসল ঘটনা ফাঁস হয়ে গেলো।
Discussion about this post