অ্যানালাইসিস বিডি ডেস্ক
একাত্তর টিভির ওয়েবসাইট https://www.ekattor.tv/ এ প্রবেশ করলেই বড় করে লেখা ভেসে উঠছে “নাস্তিক মিডিয়া : ইসলাম বিদ্ধষী কার্যক্রম বন্ধ কর..”। ইংরেজীতে বড় করে আল্লাহ শব্দ লেখার পাশাপাশি দেখাচ্ছে আল্লাহর কয়েকটি গুণবাচক নামও। অনবরত শোনা যাচ্ছে ‘মাওলা ইয়া সাল্লি’ ইসলামি গান। ছোট্ট করে আরেকটি লেখা রয়েছে ইংরেজীতে ‘হ্যাকড বাই আমজনতা’।
বুধবার ঠিক কখন একাত্তর টিভির ওয়েবসাইটটি হ্যাকড হয় জানা যায় নি। তবে আনুমানিক ধারণা করা হচ্ছে সন্ধ্যা নাগাদ সাইটটি হ্যাক করে আমজনতা নামক হ্যাকার গ্রুপ।
একাত্তর টিভির ওয়েবসাইট হ্যাক করার কারণ হিসেবে তাদের বড় শিরোনামের লেখাটিকেই অনুমান করা যায়। বড় শিরোনামে লেখা রয়েছে ‘নাস্তিক মিডিয়া : ইসলাম বিদ্ধষী কার্যক্রম বন্ধ কর..’।
অতীতে বাংলাদেশের বিভিন্ন বাহিনী ও মন্ত্রনালয়ের ওয়েবাসাইট হ্যাকিংয়ের শিকার হলেও কোনো টিভি চ্যানেলের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হলো এই প্রথম।
Discussion about this post