এতিম ও প্রতিবন্ধী শিশুদের প্লেটে ইফতার সাজিয়ে দিয়েই শেষ করেনননি, শিশুদের মুখে ইফতার তুলেও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বসভবন গণভবনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম ও প্রতিবন্ধী শিশু এবং আলেম-ওলামাদের সম্মানে দেওয়া ইফতার অনুষ্ঠানে এমন একটি দৃশ্য চোখে পড়ে।
সন্ধ্যায় গণভবন ব্যাংকোয়েটে ইফতার অনুষ্ঠান মঞ্চে প্রধানমন্ত্রী তার দুই পাশে দু’টি শিশুকে বসান। তাদের প্লেটে ইফতার তুলে দেন এবং খাইয়েও দেন। ইফতার করার পাশাপাশি শিশু দু’টির খোঁজ নেন, তারা ঠিক মতো খাচ্ছে কিনা।
ইফতার অনুষ্ঠানের প্যান্ডেলে মন্ত্রিসভার কয়েকজন সদস্য, আলেম-ওলামাদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, দেশের আলেম সমাজের প্রতিনিধি, এতিম ও প্রতিবন্ধী শিশু-কিশোরদের ইফতারের বেশ খানিকটা সময় আগেই অনুষ্ঠান স্থলে এসে ঘুরে ঘুরে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে মনের কথা বলেন অনেকেই।
ইফতারের আগে দেশ জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Discussion about this post