অবশেষে দেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর পুলিশ প্রধান বেনজীর আহমদ। এক সময় যার হুঙ্কারে বিরোধী দলের নেতাকর্মীদের ঘুম হারাম হয়ে যেতো সেই বেনজীর এখন জান বাঁচাতে স্ত্রী-সন্তানদের নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ক্ষমতার অপব্যবহার আর চরম সীমা লঙ্ঘনের শাস্তিটা যেন বেনজীর দুনিয়াতেই পেয়ে গেল।
তবে একাধিক সূত্রে জানা গেছে, শেখ হাসিনার ইঙ্গিতেই মূলত বেনজীর দেশত্যাগ করেছে। বেনজীর দেশেই থাকতে চাচ্ছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে তাকে জানিয়ে দেয়া হয়েছিল যে এই মুহূর্তে দেশে থাকা তার জন্য নিরাপদ না। দেশে থাকলে তাকে কারাগারে যেতেই হবে।
সম্প্রতি শেখ হাসিনার লালিত সংস্থা দুদকের আবেদনের প্রেক্ষিতে বেনজীরের সব সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার সব ব্যাংক হিসাবও জব্দের নির্দেশ দেয়া হয়েছে। আদালতের নির্দেশের পর বেনজীরের সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক।
কিন্তু জানা গেছে, আদালত কর্তৃক বেনজীরের সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয়ার আগেই তিনি স্ত্রী-সন্তান নিয়ে দেশ ছেড়েছেন। গত ৪ মে বেনজীর দেশত্যাগ করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সরকারের উপর মহল থেকে বেনজীরকে আগেই জানিয়ে দেয়া হয়েছিল যে তার সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ হবে। এ সংবাদ পাওয়ার পরই বেনজীর তার সকল ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নিয়েছেন।
বিশিষ্টজনেরা মনে করছেন, বেনজীরের বিরুদ্ধে দুদককে দিয়ে সরকার যা করাচ্ছে সবই আইওয়াশ। শেখ হাসিনা নিজেই বেনজীরকে জেলে ঢুকাতে চান না। এজন্যই সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আগেই বেনজীরকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। এখন দুদককে দিয়ে এসব করিয়ে সরকার দেশের মানুষ ও আন্তর্জাতিক মহলকে বুঝাতে চাচ্ছে যে তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।কিš‘ সরকারের ইশারাতেই যে বেনজীর স্ত্রী-সন্তান নিয়ে দেশত্যাগ করেছে সেটা বুঝতে দেশের মানুষের মোটেও কষ্ট হবে না।
আর সচেতন মানুষ মনে করছেন, শেখ হাসিনা এখন যত চালাকিই করুক না কেন-সরকারের আশ্রয়-প্রশ্রয়েই যে বেনজীর দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছে সেটা সবার কাছেই পরিষ্কার। শেখ হাসিনা শাড়ির আচলের নিচে এরকম আর কত বেনজীর আছে সেটাই এখন বড় প্রশ্ন।
Discussion about this post