আইনমন্ত্রী আনিসুল হক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার সাম্প্রতিক কিছু বক্তব্যের সমালোচনা করেছেন। প্রধান বিচারপতির মনে কোনো ক্ষোভ থাকলে সরকারের সঙ্গে আলোচনার আহ্বানও জানান মন্ত্রী।
আজ বুধবার আইনমন্ত্রী বলেন, ‘প্রতিবেশীসহ বিশ্বের কোনো দেশের প্রধান বিচারপতি জনসমক্ষে (পাবলিকলি) এত কথা বলেন না। প্রধান বিচারপতিরা বিচার বা আইনসংশ্লিষ্ট বিষয়াদি ছাড়া অন্য বিষয় নিয়েও কথা বলেন না।’
‘যদি প্রধান বিচারপতির মনে কোনো ক্ষোভ থাকে, বিচার বিভাগ নিয়ে কোনো কথা থাকে, তাহলে তিনি সরকারের সঙ্গে আলোচনা করতে পারেন’, যোগ করেন আইনমন্ত্রী।
আজ দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা বলেন।
গত সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহা একটি অনুষ্ঠানে বলেন, ‘প্রশাসন চায় না বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক।’ এর পর গতকাল আরেকটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, ‘দেশে শুধু অর্থনৈতিক উন্নয়নই যথেষ্ট নয়, সুশাসনও দরকার।’
আজকের সংবাদ সম্মেলনে প্রধান বিচারপতির গত দুদিনের বক্তব্য উল্লেখ করে সাংবাদিকরা আইনমন্ত্রীর কাছে জানতে চান, আসলে এই বিরোধের কারণ কী? জবাবে আনিসুল হক এসব কথা বলেন।
‘সরকার বিচার বিভাগের প্রতি সৎ মা সুলভ আচরণ করছে না’ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতির বেতন ৫৬ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ১০ হাজার টাকা করা হয়েছে। হাইকোর্টর একজন বিচারপতির বেতন ৪৯ হাজার থেকে ৯৫ হাজার টাকা করা হয়েছে এই সরকারের আমলেই। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধাও তারা পাচ্ছেন।’
সূত্র: এনটিভি অনলাইন
Discussion about this post