মিয়ানমারে রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে কথিত হিন্দু গণকবর বিষয়ে দেশটির কাছে বিচার আশা করছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। এর আগে, গত সপ্তাহে রাখাইনে হিন্দু রোহিঙ্গাদের গণকবর খুঁজে পাওয়ার কথা জানায় মিয়ানমার সেনাবাহিনী। ওই গণকবরে ৪৫টি মরদেহ ছিলো বলে জানায় তারা।
এতে তীব্র নিন্দা জানিয়ে ঘটনাটি খতিয়ে দেখতে মিয়ানমারকে আহ্বান জানিয়েছে ভারত। এছাড়াও দেশটির কাছে এর উপযুক্ত বিচারও চাইছে তারা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার বলেন, মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দফতর থেকে প্রকাশিত বিবৃতির মাধ্যমে জানতে পেরেছি, গণকবরের সব লাশ হিন্দু সম্প্রদায়ের লোকদের। এই অপরাধের সঙ্গে জড়িতদের সরকার বিচারের আওতায় আনতে পারবে বলে আমরা আশা করছি। সংশ্লিষ্টদের পরিবারকে নিরাপত্তাসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে হবে সরকারকে।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ভারতের ‘খুব নিবিড়’ যোগাযোগ রয়েছে বলে জানান তিনি। মানবতাকে হুমকির মুখে ফেলে দেয়া চলমান এই রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানও চেয়েছেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস এর।
উল্লেখ্য, মিয়ানমারে দেশটির সরকার, সেনা ও কট্টর বৌদ্ধদের পরিচালিত গণহত্যায় শত শত রোহিঙ্গা মুসলিমকে হত্যা ও প্রায় ৫ লক্ষাধিক মানুষকে দেশ থেকে বিতাড়িত করলেও ভারত সেই বিষয় নিয়ে বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখায়নি। এমনকি রোহিঙ্গা মুসলিম নিধনে ভারত মিয়ানমারকে সমর্থন দিয়ে আসছে। অথচ সম্প্রতি মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত মিডিয়ায় কথিত হিন্দু গণকবরের সন্ধানের কথা বলার সাথে সাথেই ভারত প্রতিক্রিয়া দেখিয়েছে। যদিও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রমানসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এবং জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রসহ অসংখ্য দেশ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। এমনকি তারা মিয়ানমারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগও এনেছে।
Discussion about this post