অ্যানালাইসিস বিডি ডেস্ক
বাংলাদেশ থেকে টাকা নিয়েও প্রতিশ্রুতি অনুযায়ী করোনার টিকা দেয়নি ভারত। হুট করেই টিকা আমদানি বন্ধ করে দেয় ভারতের সিরাম ইনস্টিটিউট। দেশটির এই হটকারী সিদ্ধান্তের কারণে টিকা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় বাংলাদেশ। এটা এবার প্রথম নয়। বহুকাল থেকে চলে আসছে ভারতের এই সংস্কৃতি। এরপরও ঢাকাস্থ ভারতের হাইকমিশনার দিরাই স্বামী প্রতিদিন গলাবাজি করে যাচ্ছে যে তারা নাকি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। সুখে-দু:খে নাকি সব সময় তারা বাংলাদেশের পাশে থাকে।
অথচ অতীতের দিকে তাকালে দেখা যায়-বাংলাদেশে যখন কোনো পণ্যের সংকট দেখা দেয় তখনই ভারত সেই পণ্য আমদানি বন্ধ করে দেয়। অবস্থাটা এ রকম যে, বাংলাদেশ যদি পানির কিনারায় গিয়ে দাড়ায় তাহলে তারা ধাক্কা মেরে নদীতে ফেলে দেয়।
লক্ষণীয় বিষয় হল-এখন আবার অক্সিজেন নিয়ে প্রতারণা করছে ভারত। অন্যদেশের কোম্পানির আমদানি করা অক্সিজেনকে নিজেদের দেয়া উপহার বলে চালিয়ে দিচ্ছে ভারত।
জানা গেছে, অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে বিশ্ব জুড়ে পরিচিত যুক্তরাজ্য ভিত্তিক বহুজাতিক কোম্পানি লিন্ডে। বাংলাদেশেও এই কোম্পানির ব্যবসা আছে। অনেক আগ থেকেই বাংলাদেশে তারা অক্সিজেন রপ্তানি করছে। বাংলাদেশের চাহিদার তুলনায় ঘাটতি দেখা দিলে লিন্ডে তখন ইন্ডিয়া থেকে এনে সেটা পূরণ করে। মূলত ভারতে লিন্ডের নিজস্ব প্ল্যান্ট রয়েছে। সেখান থেকে অক্সিজেন নিয়ে আসে।
করোনার ভয়াবহতার কারণে সম্প্রতি ভারতে অক্সিজেন সংকট দেখা দেয়। তখন ভারত অক্সিজেন রপ্তানি বন্ধ করে। যার কারণে লিন্ডে তাদের ভারতের প্ল্যান্ট থেকে অক্সিজেন বাংলাদেশে আনতে পারেনি। ভারত নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় লিন্ডে আবারও তাদের ভারতীয় প্ল্যান্ট থেকে অক্সিজেন নিয়ে আসছে।
কিন্তু লক্ষণীয় বিষয় হল-শেখ হাসিনার চেলাচামুন্ডারা দাবি করছে-তারা ভারত থেকে অক্সিজেন আমদানি করছে। আর ভারত বলছে-এই অক্সিজেন তারা বাংলাদেশকে অনুদান দিয়েছে। আর বাংলাদেশের দালাল মিডিয়াও ফলাও করে প্রচার করছে যে, ভারত থেকে বাংলাদেশে অক্সিজেন আসছে। এই অক্সিজেনের মাধ্যমে ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।
অথচ এটা ভারত সরকারের অনুদান নয়। আবার বাংলাদেশ সরকারের উদ্যোগেও আমদানি হয়নি। লিন্ডের নিজস্ব ব্যবসায়িক প্রক্রিয়া মাত্র। আগেও লিন্ডে এভাবেই বাংলাদেশে প্রয়োজন অনুসারে অক্সিজেন নিয়ে আসতো। এবারও সেটাই করছে। লিন্ডের এই ব্যবসাকে সরকার ভারতের উপহার বলে চালিয়ে দিচ্ছে।
Discussion about this post