অ্যানালাইসিস বিডি ডেস্ক
এবার দলীয় লোকদের কাছে চাদাবাজি করতে গিয়ে ধরা খেল সাবেক খাদ্যমন্ত্রী এডভোকেট্ কামরুল ইসলাম এমপি। রাজধানী ঢাকার ৫৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আলী আহমদ নামে এক নেতার মোবাইলে চাদাঁবাজির একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে।
অডিওর ভাষ্য শুনে বোঝা যাচ্ছে চলতি মাসেই তিনি মোবাইলে এই চাঁদাবাজি করেছেন। মোবাইলে তিনি প্রথমেই নিজের পরিচয় দিয়ে অপর প্রান্তের লোককে বলছেন
-তুমি চাঁদা দেওনা কেন?
-জবাবে আলী আহমদ বলছেন, কিসের টাকা দিমু? টাকা দিলে এতদিন কিসের আওয়ামী লীগ করলাম। যারা বিএনপি করে তারা টাকা দেয়। আমি আওয়ামী লীগ করে টাকা দিমু কেন? আর আমি ১ লাখ দিমু কেন?
-কামরুল বলেন, অন্যরা কত দেয়?
-ওই ব্যক্তি বলেন, অন্যরা ৩০ থেকে ৪০ হাজার দেয়। আমি বেশি দিমু কেন? আমি আর চান্দার টাকা দিমু না।
-কামরুল বলেন, তোমার যে চেয়ার আছে সেই চেয়ার অনুযায়ী টাকা দিবানা তুমি?
-ওই ব্যক্তি বললেন, সেই টাকাতো দেই আমি। আর ১৫ আগস্টে আমি ১০ থেকে ১৫ ডেগ কাঙ্গালি ভোজ রান্না করেছি। এগুলো দেখছেন না কেন?
-কামরুল রেগে বলেন, কাঙ্গালি ভোজ করার জন্য কে বলছে? তোমার চাদার টাকা তুমি দিবা।
-তখন ওই ব্যক্তি বললেন-আমার লাইন লইয়া গেছে। টাকা দিমু কই থেকে?
-তখন কামরুল বলেন, কে লাইন লইয়া গেছে?
-ওই ব্যক্তি বললেন-হুসেইন আমার লাইন লইয়া গেছে। আমার আয় নাই। টাকা দিমু কেমনে?