অ্যানালাইসিস বিডি ডেস্ক
সারাদেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনার সার্বিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শুধু সরকারি হিসাবেই মৃত্যুর সংখ্যা এখন কোনো দিন ৪০ এর নিচে নামছে না। এছাড়া সারাদেশে প্রতিদিন উপসর্গ নিয়েতো আরও ২০ জনের অধিক মানুষ মারা যাচ্ছে। আর প্রতিদিন হাজার হাজার মানুষতো আক্রান্ত হচ্ছেই।
সম্প্রতি চীন থেকে একটি বিশেষজ্ঞ দল রোববার সংবাদ মাধ্যমকে আনুষ্ঠানিক জানিয়েছেন, করোনার সার্বিক পরিস্থিতি দেখে তারা হতাশ হয়েছেন। প্রাণঘাতী এই করোনা থেকে বাচার জন্য সরকারের পক্ষ থেকে জনগণকে সচেতন করা হচ্ছে না। সরকারের অব্যবস্থাপনা নিয়েও তারা হতাশা প্রকাশ করেছেন।
তারপর, করোনা যখন দেশে ভয়াবহ আকার ধারণ করেছে ঠিক তখনই দেশের বিভিন্ন স্থানে কিট সংকটের কারণে মানুষের করোনা টেস্ট করানো যাচ্ছে না। করোনার উপসর্গ নিয়ে মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও নমুনা দিতে পারছে না। এমনকি পরীক্ষা করাতে গিয়ে অনেকেই লাইনে দাড়িয়ে থেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে।
প্রাণঘাতী করোনার এই সংক্রমণ ঠেকাতে বিশেষজ্ঞসহ বিভিন্ন মহল থেকে সারাদেশে কঠোর লকডাউনের দাবি উঠেছে অনেক দিন ধরেই। এমনকি সরকারপন্থী স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরাও লকডাউনের দাবি তুলেছেন। কিন্তু সরকার তার কথিত উন্নয়ন ধরে রাখার নামে লকডাউন নিয়ে আরেক খেলা শুরু করেছে।
সরকার সারাদেশে ৫৬ টি এলাকাকে রেড জোন হিসাবে ঘোষণা করেছে প্রায় একমাস হয়ে গেছে। কিন্তু চিহ্নিত এলাকায় লকডাউনের কোনো খবর নাই। বিশেষ করে রাজধানী ঢাকাতে সরকার লকডাউন-লকডাউন খেলা খেলছে। দুই সিটির ৪৫টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে সরকারের টেকনিক্যাল কমিটি।
কিন্তু, এসব নিয়েও সরকারের একেক দফতর একেক সময় একেক ধরণের বক্তব্য দিচ্ছে। সরকারের টেকনিক্যাল কমিটি লকডাউন ঘোষণা দিলেও আবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে না করা হচ্ছে। স্বাস্থ্য অধিদফতর থেকে ঘোষণা দেয়া হলে আবার সিটি করপোরেশন থেকে না করা হচ্ছে।
সবচেয়ে হাস্যকর বিষয় হলো-রাজধানীতে কিছু কিছু এলাকায় লকডাউন ঘোষণা করে মাইকিংও করা হয়েছে। পরে আবার বলছে-ভুল হয়ে গেছে।
এদিকে, সরকারের এসব সমন্বয়হীন সিদ্ধান্তের কারণে দেশে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে বলে মনে করছেন বিশিষ্টজনসহ সচেতন মানুষ।
তারা বলছেন, করোনায় প্রতিদিন শতাধিক মানুষ মরছে, আর সরকার লকডাউন-লকডাউন খেলা শুরু করেছে। সরকারের অবহেলা আর চরম দায়িত্বহীনতার কারণেই প্রতিদিন মানুষকে করোনায় জীবন দিতে হচ্ছে।