অ্যানালাইসিস বিডি ডেস্ক
পদ্মা সেতু নির্মাণ কাজের জন্য পদ্মা নদী মানুষের মাথা ও রক্ত চাচ্ছে বলে ইদানিং একটি গুজব দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে নদীতে শিশুদের মাথা ও রক্ত দিতে হবে এমন গুজবের পর সারাদেশে মানুষের মধ্যে একটা চরম আতঙ্ক বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সংবাদ ছড়িয়ে পড়ায় বুধবার সরকারের পক্ষ থেকে এটাকে গুজব বলে জানানো হয়েছে। যারা এসব গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও হুশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।
কিন্তু লক্ষণীয় বিষয় হলো, কথিত এই গুজবের সঙ্গে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। পদ্মা সেতু ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতে জামায়াত-শিবির এমনটা করছে বলেও মনে করছে আওয়ামী পন্থী কিছু কথিত বুদ্ধিজীবীরা।
দেখা গেছে, বুধবার রাতে এটিএন নিউজে বাংলাদেশে ভারতের এজেন্ট হিসেবে পরিচিত মুন্নী সাহা পদ্মা সেতুর কথিত গুজব নিয়ে একটি টকশো করেছে। এই টকশোতে যারা আলোচক হিসেবে ছিলেন তারা সবাই আওয়ামী পন্থী বুদ্ধিজীবী ও লেখক হিসেবে পরিচিত। তাদের আলোচনা জুড়েই একটি বিষয় ছিল জামায়াত-শিবির।
তারা তাদের অতীত মিথ্যাচারের ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে কথিত গুজবের দায়টাও চাপালেন জামায়াত-শিবিরের ওপর। এদেশে কিছু ঘটলেই যাচাই বাছাইয়ের আগেই জামায়াত-শিবিরের ওপর দায় চাপানো তাদের মুদ্রা দোষে পরিণত হয়েছে। মুন্নী সাহারা পুরো টকশো জুড়েই কথিত গুজবের দায় জামায়াত-শিবির ও আলেম ওলামাদের ওপর চাপানোর চেষ্টা করেছেন।
অথচ খোঁজ নিয়ে দেখা গেছে, পদ্মা সেতু নিয়ে গুজবের মূল উৎপত্তি স্থল হলো সরকার। সরকারের ধর্ম ও জাতিসত্ত্বা বিদ্বেষী সংস্কৃতির পুজা করার কারণেই আজ মানুষ গুজব ছড়ানোর সুযোগ পেয়েছে। ২০১৫ সালে যখন প্রথম পদ্মা সেতুর পাইলিং কাজের উদ্বোধন করা হয় তখন এদেশের সংস্কৃতি অনুযায়ী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেনি। চীনা সংস্কৃতি অনুযায়ী উদ্বোধনের সময় ২টি গরু, ২টি খাসি ও ২টি মুরগি জবাই করে পদ্মা নদীতে ভাসিয়ে দিয়েছিল। যা শুধু কুসংস্কারই ছিল না, এদেশের মানুষের চিন্তা-চেতনা ও ধ্যান ধারণার সম্পূর্ণ পরিপন্থী।
খোঁজ নিয়ে জানা গেছে, মাদারীপুরের শিবচরে যারা এসব গুজব ছড়াচ্ছে তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। উদ্বোধনের দিন গরু, খাসি ও মুরগি জবাইয়ের সেই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে ছড়িয়ে দিয়ে জামায়াত-শিবিরকে ফাঁসানোর চেষ্টা করছে। যার বাস্তব উদাহরণ হলো মুন্নী সাহার বুধবারের টকশো।
২০১৫ সালে পদ্মা সেতু উদ্বোধনের সময়য়ের ভিডিওটি দেখুন: