অ্যানালাইসিস বিডি ডেস্ক
সম্প্রতি সরকারের নির্দেশে কমপক্ষে দুটি জনপ্রিয় সংবাদ ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও ক্ষমতাসীনদের যৌক্তিক সমালোচনা করায় বন্ধ করা হয়েছে এই পোর্টাল দুটি।
গত ১৯ মে পরিবর্তন ডট কম প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু ২২মে কোনও ব্যাখ্যা ছাড়াই সরকার কর্তৃক বাংলা রিপোর্টও বন্ধ করে দেওয়া হয়।
হঠাৎ কেন এই ওয়েব সাইট বন্ধের তোড়জোড়?
অ্যানালাইসিস বিডির অনুসন্ধানে জানা গেছে, গত ১২ই মে দাড়ি রাখা, টাখনুর উপরে কাপড় পরাসহ জঙ্গি সনাক্তে ২৩টি লক্ষণ দেখিয়ে একটি বিজ্ঞাপন জাতীয় দৈনিকে ফলাও ভাবে প্রচার করে ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামের সংগঠনের আহ্বায়ক অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের মুখে ১৬ মে তিনি বিজ্ঞাপনটি দেওয়ার কথা অস্বীকার করেন। তখন পীযূষের এই মন্তব্যে পরিবর্তন ডট কম‘পীযূষরা দেননি, বিজ্ঞাপনটা দিলো কে?’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে এরপর থেকে বন্ধ করে দেওয়া হয় জনপ্রিয় এই ওয়েব সাইটটি। এছাড়া একই ঘটনায় নতুন দিগন্ত নামে একটি ওয়েব সাইট হ্যাক করার প্রচেষ্টা চালায় সরকার ।
এদিকে ২২ই মে বন্ধ করে দেওয়া হয় বাংলা ডট রিপোর্ট ওয়েব সাইটটি। ঐদিন ‘গ্লানি নিয়ে বিপিও সামিট থেকে ফিরলেন প্রতিবন্ধী কামরুল’ শিরোনামে টেলিযোগাযোগ মন্ত্রী ও প্রতিবন্ধী কমরুলের কিছু কথোপকথন একটি প্রতিবেদন পকাশ করে। প্রতিবেদনটি প্রকাশের পর সাংবাদিককে ফোন করে সংবাদটি সরিয়ে ফেলার জন্য হুমকি দেয় মোস্তফা জব্বার। এরপর ব্যর্থ হয়ে ওয়েবসাইটটি বন্ধ করে দেয়।
আলজাজিরার সাক্ষাতকারে বাংলা রিপোর্টার সম্পাদক রফিকুল রঞ্জু বলেন, আমাদের প্রতিবেদক মন্ত্রী মোস্তফা জব্বারকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তারপর ওয়েবসাইট থেকে প্রতিবেদনটি সরানোর জন্য হুমকি দেয় মন্ত্রী। আমরা সেই সংবাদটি সরিয়ে না নিলে ওয়েবসাইটের অ্যাক্সেস অবরুদ্ধ হয়ে যায়। সুতরাং আমাদের বিশ্বাস যে এটি সেই মন্ত্রীর আদেশে বন্ধ হয়ে করা হয়েছে।
সাম্প্রতিক মাসগুলিতে, আওয়ামী লীগ সরকারের যৌক্তিক সমালোচনা ও সত্য প্রকাশ করায় প্রধান বিরোধী দলের পোর্টালসহ ৫৪টি নিউজ পোর্টাল এবং ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে।
গত মার্চ মাসে আল জাজিরার ওয়েবসাইটে তিনজন ব্যক্তির গুমের সাথে বাংলাদেশের সবচেয়ে সিনিয়র নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যক্তিত্বের সম্পৃক্ততা নিয়ে একটি প্রতিবেদন প্রকারে পর বন্ধ করে দেওয়া হয়। আল জাজিরার ঐ একই প্রতিবেদনের অনুবাদ প্রচার করায় বন্ধ করে দেয়া হয় নিউজ বিশ্লেষণধর্মী ওয়েবসাইট ‘জবান’।