মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ছেলের মাথা কাটতে বাবাকে বাধ্য করেছিল মুজিব বাহিনী!

মার্চ ২৬, ২০১৯
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

২৬ মার্চ মঙ্গলবার ছিল বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোসহ আরও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসী এই দিবসটি পালন করছে। তবে, মহান স্বাধীনতা দিবস একটি জাতীয় দিবস হলেও দিবসটি পালনে সারাদেশে আওয়ামী লীগের আধিক্য দেখা গেছে। বলা যায়-স্বাধীনতা দিবসের সব কিছুই ছিল আওয়ামী লীগের দখলে। যদিও এদেশের আপামর নারী-পুরুষ তাদের জীবন, রক্ত ও ইজ্জত বিলিয়ে দিয়ে পাকিস্তানের বৈষম্যের কবল থেকে এদেশকে স্বাধীন করেছেন। অথচ মুক্তিযুদ্ধের সব অবদানের দাবিদার আজ আওয়ামী লীগ। কিন্তু, ইতিহাস ঘাটলে দেখা যায়, শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ছাড়া মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের আর কোনো অবদান নেই।

আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বলে জাতিকে বিভক্ত করে গৃহযুদ্ধের পটভূমি সৃষ্টি করেছে। তাদের ভাষায়- তারাই দেশ স্বাধীন করেছে। বাকিরা সব স্বাধীনতাবিরোধী। শুধু আওয়ামী লীগের নেতা-কর্মীরাই পাকিস্তানীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। বাংলাদেশের আর কোনো মানুষ যুদ্ধে অংশ নেয়নি। এর চেয়ে আর চরম মিথ্যাচার কি হতে পারে?

মুক্তিযুদ্ধের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, সেই অকুতোভয় বীর সেনানী, সত্যিকারের দেশপ্রেমিক একজন মুক্তিযোদ্ধা মেজর এমএ জলিল শুধু পাকিস্তানী হানাদারবাহিনীর বিরুদ্ধেই যুদ্ধ করেননি। সেই লুণ্ঠনকারীদের বিরুদ্ধেও তিনি যুদ্ধ করেছিলেন যারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করতে এসে আমাদের সম্পদ লুণ্ঠন করেছিল। আর এসব প্রতিবাদই ছিল মেজর জলিলের অপরাধ। ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর তাকে গ্রেফতার করে অন্ধকার এক কুঠুরিতে আবদ্ধ করে রাখা হয়। তিনি আফসোস করে বলেছিলেন, আমারই সাধের স্বাধীন বাংলায় আমিই প্রথম রাজবন্দী। সেই মেজর জলিল আজ আমাদের মাঝে নেই। তিনি বেঁচে থাকলে হয়তো তার মুখ থেকে জাতি জানতে পারতো আজকের স্বাধীনতার দাবিদার আওয়ামী নেতাদের অনেক কীর্তি কথা। এদেশের মানুষ জানতে পারত স্বাধীনতার সঠিক ইতিহাস।

২৫ মার্চের সেই কালো রাতে বাংলার লাখ লাখ নারী-পুরুষ, শিশু-কিশোরকে পাকিস্তানী হায়েনাদের বুলেটের মুখে রেখে মুক্তিযুদ্ধের একমাত্র দাবিদার আওয়ামী নেতারা সেদিন কোথায় গিয়েছিল? এদেশের মানুষ জানতে চায়- তারা রাতের আঁধারে পালিয়ে দাদার দেশ ভারতে গিয়েছিল কেন? এটাই কি তাদের মুক্তিযুদ্ধ? আজকে তোফায়েল সাহেবরা যখন গলা ফাটিয়ে বলে যে আমরাই যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি, তখন এদেশের মানুষের প্রশ্ন- কলিকাতার হোটেলে বসে ওরা কার সাথে যুদ্ধ করেছিল? তারা ট্রেনিং নেয়ার কথা বলে কলকাতায় গিয়ে হোটেলে বসে কি করেছিলেন?

মেজর জলিল যুদ্ধ চলাকালীন কলকাতায় গিয়ে দেখেন, বালিগঞ্জের একটি দুই তলা আবাসিক বাড়িতে তাজউদ্দিন আহমদসহ আওয়ামী লীগ নেতারা নিরাপদে বসে তাস খেলছেন। এই দৃশ্য দেখে মেজর জলিল বলেছিলেন-ধরণী দ্বিধা হও। মূলত: এই ছিল আওয়ামী লীগ নেতাদের মুক্তিযুদ্ধ।

এটাই হলো মুক্তিযুদ্ধের আসল ইতিহাস। আজকে কথায় কথায় প্রধানমন্ত্রী বলে থাকেন- নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। বেশ ভাল কথা। এদেশের নারী-পুরুষ যখন তাদের জীবনবাজি রেখে স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল, তখন কলিকাতার বিলাসবহুল হোটেলগুলোতে কোন দলের নেতারা আরাম আয়েশ করেছিল। সুন্দরী মেয়েদের নিয়ে কারা ভোগবিলাসে লিপ্ত ছিল। এদেশের সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কলিকাতার আবাসিক হোটেলে বসে বসে কোন দলের নেতারা তাস খেলছিল। প্রধানমন্ত্রী জবাব দেবেন কী? নতুন প্রজন্মকে এগুলো জানার ব্যবস্থা করবেন কী? নতুন প্রজন্মের অধিকার আছে এগুলো জানার।

আর জহির রায়হান বেঁচে থাকলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অনেকখানি জানা যেত। এমনকি আওয়ামী নেতাদের কু-কীর্তির কিছু দৃশ্যও দেখার সুযোগ হতো। তিনি একজন সাহিত্যিক ও চিত্রনির্মাতা ছিলেন। ভারতে অবস্থানকালে আওয়ামী নেতাদের বহু অপকর্মের সচিত্র প্রামাণ্য দলিল তিনি সংগ্রহ করেছিলেন। তারা জানত জহির রায়হান বেঁচে থাকলে কোন একদিন আমাদের সকল কু কর্ম ফাঁস হয়ে যেতে পারে। আমরা যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি এদেশের মানুষ এটা তখন জেনে যাবে। চির বিদায় জহির রায়হান। ওরা চিরতরে বিদায় করে দিল স্বাধীনতার সংগ্রামের একটি সচিত্র ইতিহাসকে।

এরপর, আগরতলা মামলার তিন নাম্বার আসামী স্টুয়ার্ট মুজিব বেঁচে থাকলেও আওয়ামী মুক্তিযোদ্ধাদের ‘৭১র সেই চেহারা কিছুটা প্রকাশিত হত। তিনিও জানতেন অনেক কিছু। আওয়ামী নেতারা ভারতে বসে কী অপকর্ম করছিল সবই দেখেছিলেন স্টুয়ার্ড মুজিব। এ দেখাই ছিল তার অপরাধ। তাকেও বরণ করে নিতে হয়েছে জহির রায়হানের পরিণতি।

এভাবে স্বাধীনতার সচিত্র ইতিহাসকে হত্যা করে আওয়ামী লীগ এখন জাতিকে বিকৃত ইতিহাস শুনাচ্ছে।

এছাড়া, স্বাধীনতার পর এদেশে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করেছে আওয়ামীর লীগ। এদেশের মানুষ কখনো ভুলতে পারবে না সেই মুজিব বাহিনী আর রক্ষীবাহিনীর হত্যা, নির্যাতন ও সীমাহীন অত্যাচারের কথা। আওয়ামী লীগের ইতিহাস এক কালো ইতিহাস। মানুষ হত্যার ইতিহাস। ওই সময় তারা বিনা অপরাধে হত্যা করেছে শত শত আলেম-ওলামাকে। হাজার হাজার নারী-পুরুষকে তারা হত্যা করেছে নির্মমভাবে। মুজিববাহিনীর অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছিল। নির্যাতিত মানুষের আর্তচিৎকারের ধ্বনি যেন আকাশে ভেসে বেড়াচ্ছিল।

আহমেদ মূসা লিখিত ‘ইতিহাসের কাঠগড়ায় আওয়ামীলীগঃ বাংলাদেশে রাজনৈতিক হত্যাকাণ্ডের সূচনা পর্ব’ বই থেকে অ্যানালাইসি বিডির পাঠকদের জন্য এখানে মাত্র তিনটি ঘটনার উল্লেখ করা হলো-

এক. কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার ইকোরটিয়াই মুজিব বাহিনীর হাতে নিহত আববাস উদ্দিনের ভাই সামসুদ্দিনের নিজ মুখের কথা। তিনি বলেছেন, ১৯৭৫ সালের মার্চ মাসে শাহজাহান, আজিজ ও বাচ্চুর নেতৃত্বে একদল মুজিব বাহিনীর লোক এসে আমার মায়ের সামনে আমার ভাইকে গুলী করে হত্যা করল। ওরা যাওয়ার সময় বলে গেছে ওর লাশ শৃগাল কুকুরে খাবে, কেউ কবর দিলে তাকেও হত্যা করা হবে। কেউ কাঁদলে তাকেও হত্যা করা হবে। সকালে মেরে ওরা আবার বিকালে এসে দেখে গেছে লাশ কেউ কবর দিয়েছে কি না। কেউ কান্নাকাটি করছে কি না। পরে রাতের আঁধারে গ্রামবাসী বিলে নিয়ে লাশটি পুঁতে রাখে। এই হলো আওয়ামী লীগের মানবাধিকার রক্ষার শ্লোগানের বাস্তব চিত্র।

দুই. একই এলাকায় মুজিব বাহিনীর নির্মম বুলেটের আঘাতে নিহত হয় রশিদ। রশিদের বাবা আব্দুল আলী বললেন, ওরা আমার কাছে এক হাজার টাকা চাঁদা চাইছিল। আমি গরীব মানুষ। টাকা দেয়ার ক্ষমতা আমার নেই। কিছুদিন পর শাহজাহানের নেতৃত্বে একদল লোক এসে আমার সামনে আমার ছেলেকে গুলী করে হত্যা করে। আমার হাতে কুঠার দিয়ে বলল মাথা কেটে দে, ফুটবল খেলব। আমি কি তা করতে পারি? আমি যে তার বাপ। অত্যাচার আর কতক্ষণ সহ্য করা যায়? সহ্য করতে না পেরে অবশেষে নিজ হাতে ছেলের মাথা কেটে দিলাম। আমার ছেলে আওয়ামী লীগ করত না। এটাই ছিল তার অপরাধ। পৃথিবীর ইতিহাসে এর চেয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আর কী হতে পারে? ওরা হত্যা করে আবার বাবাকে বাধ্য করেছে ছেলের মাথা কেটে দিতে। ওরা কি মানুষ ছিল?

তিন. ভেড়ামারার কামালপুর কমিউনিস্ট পার্টির সমর্থক ফজিলাতুন্নেসাকে গুলী করে হত্যা করে মুজিববাহিনীর লোকেরা। নিহতের ভাই ফিরোজ আহসান বললেন, তারা আমার বোনকে হত্যা করে আমাদের কাউকে লাশটি দাফন করতে দেয়নি। আমার বাড়িতে কমিউনিস্ট পার্টির নেতাদের একটি মিটিং হয়েছিল। এটাই আমার বোনের অপরাধ।

সম্পর্কিত সংবাদ

Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫
Home Post

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

মে ৩১, ২০২৫

জনপ্রিয় সংবাদ

  • রক্তাক্ত ২৮ অক্টোবর: ১৫ বছর পরেও বেপরওয়া খুনিরা, সুবিচার পায়নি শহীদ পরিবার

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাহাড়ে পরিকল্পিতভাবে বাঙালি উচ্ছেদ ও ডি ইসলামাইজেশন করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি ভর্তি আবেদনের ছবিতে মেয়েদের ওড়না নিষিদ্ধ!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

মে ৩১, ২০২৫

মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্পের নতুন প্রস্তাব

মে ২১, ২০২৫

ইশরাকের মেয়র হতে বাধা কোথায়?

মে ২১, ২০২৫

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD