অ্যানালাইসিস বিডি ডেস্ক
অবশেষে জোটের সঙ্গে বেঈমানী করে একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। আর জবাবদিহিতার ভয়ে দেশে ফেরা দীর্ঘায়িত করছেন বিদেশে অবস্থানরত গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
এতদিন ভোট ডাকাতি ও কারচুপিপূর্ণ নির্বাচন বয়কট করে শপথ না নেয়ার কথা বলে আসলেও এখন জনগণের মতামতের মূল্য দিতে শপথ নিচ্ছেন বলে জানিয়েছেন সুলতান মনসুর। সারাদেশের অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষের মতামত নিয়ে একজন মানুষও তার শপথের বিপক্ষে পাননি বলে জানান তিনি।
নির্বাচন এবং নির্বাচনের ফল প্রত্যাখ্যান করার পর এখন তাদের শপথ নেয়ার ঘোষণায় হতবাক হয়েছেন দেশের মানুষ। তারা বলছেন, ফলাফল প্রত্যাখ্যান করার পর তারা তো নির্বাচিত সাংসদই থাকেন না। শপথ নিচ্ছেন কি করে? গত ৩ জানুয়ারি একই কথা জানিয়েছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুলও। তিনি বলেছিলেন, ‘প্রত্যাখ্যান করলে আবার শপথ থাকে নাকি? আমরা শপথ নিচ্ছি না।’ বিএনপি তাদের কথা এখন পর্যন্ত রাখলেও গণফোরাম জোটের সঙ্গে বেঈমানী করলো।
গত ৬ ফেব্রুয়ারি ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা আ স ম আবদুর রব বলেছিলেন, ঐক্যফ্রন্টের কোনো জনপ্রতিনিধি শপথ নেবে না।তাদের শপথ নেয়ার প্রশ্নই উঠে না। তিনি বলেছেন, ভোট ডাকাতি, কেন্দ্র দখল আর নীলনকশার নির্বাচন আমরা বয়কট করেছি। এই নির্বাচনে জনগণের মতামতের প্রকাশ পায়নি।তাই ঐক্যফ্রন্টের বিজয়ীদের শপথ নেয়ার প্রশ্নই উঠে না।
ওইদিন একই কথা জানান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু। ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের দুই এমপির শপথ নেয়ার ব্যাপারে দলের সভাপতি ড. কামাল হোসেন ‘ইতিবাচক চিন্তা’র কথা বলার পর মন্টু বলেন, কিছু মিডিয়া ড. কামাল হোসেনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে। আমরা পরিষ্কারভাবে বলছি, ঐক্যফ্রন্টের কারও শপথ নেওয়ার প্রশ্নই আসে না।
ওই বৈঠকে গণফোরামের নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুরও উপস্থিত ছিলেন। তিনিও শপথ না নেয়ার পক্ষে মত দেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই পুরো উল্টে গিয়ে এখন শপথ নিতে যাচ্ছেন তারা। এমনকি শপথ নেয়ার পাশপাশি সুলতান মনসুর তার পুরনো ঘর আওয়ামী লীগে ফিরে যাবেন, এমন কথাও শোনা যাচ্ছে।
এদিকে ৩০ ডিসেম্বরের ভোটে নির্বাচিতরা শপথ না নেয়ার বিষয়ে সবাই ঐক্যবদ্ধ আছে বলে সোমবার ফের জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ঐক্যফ্রন্টের কোন প্রার্থী ব্যক্তিগতভাবে শপথ গ্রহণ করবে কিনা এমন তথ্য আমার কাছে নেই।