গাজীপুর সিটি করপোরেশনে ভোটগ্রহণ এখনই বন্ধ করার দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। আজ মঙ্গলবার ভোট চলাকালে বেলা একটার দিকে গাজীপুর সদরে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাসান সরকার এ দাবি করেন।
এর আগে হাসান উদ্দিন সরকার ভোটের নানা অনিয়মের কথা তুলে ধরেন। শতাধিক কেন্দ্রে অনিয়মের সুনির্দিষ্ট তথ্য হাসান সরকার রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তাকে এখনই ভোট বন্ধ করতে বলবেন তিনি।
বিএনপির প্রার্থীর অভিযোগ, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, কমিশনের উচিত স্বেচ্ছায় পদত্যাগ করা।
ভোট বন্ধ করা না হলে কী করবেন—এই প্রশ্নের জবাবে হাসান সরকার বলেন, ভোট বন্ধ না হলে তিনি শেষ সময় পর্যন্ত নির্বাচনে থাকবেন।
সূত্র: প্রথম আলো