বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক মামলায় আমাদের নেতাকর্মীরা জেলের ভেতরে থাকবে আর আপনারা নির্বাচন করবেন তা হবে না। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলা প্রত্যাহার না হলে নির্বাচন করতে দেয়া হবে না। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে।
আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী মহিলা দল অনুষ্ঠানটির আয়োজন করে।
এসময় মির্জা ফখরুল আরো বলেন, জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা। তিনি দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধশালী করেছিলেন।
সূত্র: মানবজমিন