অ্যানালাইসিস বিডি ডেস্ক
বাংলাদেশে সেনা ষড়যন্ত্রের ইঙ্গিত নিয়ে রিপোর্ট করেছে ভারতের একটি পত্রিকা। কলকাতার ইংরিজি দৈনিক, দ্য টেলিগ্রাফ বুধবার ভারতীয় ও বাংলাদেশী সূত্র উদ্ধৃত করে লিখেছে, ২১ অক্টোবর ঢাকায় গোপনে বৈঠকে বসেন জনা ২০ প্রাক্তন ও বর্তমান সেনা অফিসারেরা। কি ছিল তাতে আলোচ্য, তা অবশ্য জানা যায় নি। এ-ও বলা হয়েছে, বর্তমান যে অফিসারেরা বৈঠকে ছিলেন, তাঁদের সরিয়ে দিচ্ছে শেখ হাসিনার দপ্তর। তবে এ সংবাদের সত্যতা ঐ দপ্তর স্বীকার করে নি।
ভারতীয় পত্রিকার উদ্ধৃতি দিয়ে সংবাদটি প্রকাশ করেছে ভয়েস অব আমেরিকাও। ভারতীয় ও বাংলাদেশী অন্যান্য সূত্রকে উদ্ধৃত করেই প্রকাশিত হয় সংবাদটি।
টেলিগ্রাফের খবরটিতে বলা হয়, বাংলাদেশে অতীতে সেনা অভ্যুত্থান হয়েছে একাধিকবার। তাই খবরটি নিয়ে উদ্বেগ। ২০১৮-র শেষে বাংলাদেশে নির্বাচন। এখন রোহিঙ্গা সমস্যা নিয়ে ও দেশ আলোড়িত। সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই। তারা যে শেখ হাসিনাকে পছন্দ করে না, তা জানা। পর্দার আড়ালে তাহলে কি ঘটছে? প্রাক্তন ও বর্তমান সেনা অফিসারেরা কি তবে সেনা শাসন চান? না, কেবল হাসিনাকে ক্ষমতাচ্যূত করাই লক্ষ্য? এমন প্রশ্ন দ্য টেলিগ্রাফের।
তবে ঢাকায় সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের স্পর্শকাতর এই গোপন বৈঠক হওয়ার খবর নাকচ করে দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বৃহস্পতিবার বাংলাদেশের অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে আইএসপিআর-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান ওই খবরটি ভিত্তিহীন বলে জানান।
বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে খবরের সত্যতা সম্পর্কে জানতে চাইলে আইএসপিআর-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান বলেন, ‘ভারতের গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন।’
Discussion about this post