বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ যদি রায়ের অংশ হয়, তাহলে শেখ হাসিনা আর প্রধানমন্ত্রী নন। তিনি এখন আইনগতভাবে অবৈধ প্রধানমন্ত্রী।
সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মিলাদ ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রিজভী আরও বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) একে তো ২০১৪ সালের ৫ জানুয়ারির পর থেকে অবৈধ প্রধানমন্ত্রী, এখন ঘোষিত ও আইনগতভাবে অবৈধ প্রধানমন্ত্রী। এটি অবৈধ সরকার, অবৈধ পার্লামেন্ট।’
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুগদা থানা তাঁতী দলের ওই দোয়া অনুষ্ঠানে বিএনপির এ সিনিয়র নেতা অভিযোগ করে বলেন, প্রধান বিচারপতিকে মানসিকভাবে চাপে রাখার জন্য সরকার তার সম্পদের তদন্ত শুরু করেছে এবং তাকে দেশ ছাড়ার জন্য চাপ সৃষ্টি করছে।
দেশ ও গণতন্ত্রের স্বার্থে কোনো চাপে দুর্বল না হয়ে প্রধান বিচারপতিকে তার অবস্থানে অটুট থাকার আহ্বান জানান রিজভী।
সূত্র: যুগান্তর
Discussion about this post