বর্তমান সংসদের ১৫৪ জন এমপিকে আদালত অবৈধ ঘোষণা করতে পারে এমন আশঙ্কায় আওয়ামী লীগ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে সরাতে ব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচিতে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ অভিযোগ করেন।
দুলু বলেন, সর্বোচ্চ আদালত ১৫৪ জন এমপিকে অবৈধ ঘোষণা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় বহাল করতে পারে এমন আশংকায় আওয়ামীলীগ ভয় পেয়ে প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করছে। আওয়ামীলীগ মনে করছে আদালত আগামী দিনে ১৫৪ জন অনির্বাচিত এমপিকে অবৈধ ঘোষণা করে ফের তত্ত্বাবধায়ক সরকার পুনরায় বহাল করতে পারে; এমন আশঙ্কায় আওয়ামীলীগ প্রধান বিচারপতিকে বিদায় করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে।
তিনি বলেন, রায় যখন সরকারের পক্ষে থাকে তখন বলে এটা সঠিক রায়। আর যখন বিপক্ষে যায় তখন বলে বিচাপতি অবৈধ, তার রায়ও অবৈধ। এটা হলো আওয়ামী লীগের চরিত্র। অতীতে তারা প্রধান বিচারপতির দরজায় লাথিও পর্যন্ত মেরেছে।
দুলু আরও বলেন, প্রধান বিচারপতি তো তাদেরই নিয়োগপ্রাপ্ত। তাদের স্বার্থে ব্যাঘাত ঘটায় এখন তারা প্রধান বিচারপতির বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছে। আমরা মনে করি, এটা কোর্ট অবমাননা। যারা বিচারের বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া প্রয়োজন। একমাত্র আওয়ামীলীগ ছাড়া এদেশের ১৬ কোটি মানুষ হাইকোর্ট-সুপ্রিম কোর্টের পক্ষে আছে।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ সোহেল, বেলকুচি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রাজ্জাক মন্ডল, জেলা বিএনপির প্রচার সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ সুইট, সাধারন সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ ও নাটোর জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ দেওয়ান শাহিন প্রমুখ।
সূত্র: শীর্ষনিউজ
Discussion about this post