পাকিস্তানের একটি ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল (এফজিসিএম) সোমবার ভারতীয় গুপ্তচর কুলভূষণ যাদবকে এক বিরল রায়ে করাচি ও বেলুচিস্তানে গুপ্তচরবৃত্তি এবং অন্তর্ঘাত কার্যক্রমে জড়িত থাকার জন্য বিচারের পর মৃত্যুদন্ড প্রদান করেছে।
বেলুচিস্তানের মাসকেল এলাকায় প্রতি-গোয়েন্দা অপারেশনের মাধ্যমে ২০১৬ সালের ৩ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং অন্তর্ঘাত কার্যক্রম জড়িত থাকার কারণে যাদবকে গ্রেফতার করা হয় বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) জানিয়েছে। ” ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল (এফজিসিএম) পাকিস্তান সামরিক আইনের অধীনে (পিএএ) গুপ্তচর যাদবের বিচার এবং মৃত্যুদন্ড প্রদান করে। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া এফজিসিএম এর দেয়া কুলভূষণের মৃত্যুদন্ডের রায় নিশ্চিত করেছে বলে সামরিক গণমাধ্যম শাখা জানিয়েছে । আইনি বিধান অনুযায়ী অভিযুক্তকে আইনী সমর্থন দেয়ার জন্য একজন অফিসার প্রদান করা হয়।
ভারতীয় এজেন্ট কুলভূষণ যাদবকে গুপ্তচরবৃত্তি জন্য মৃত্যুদন্ড প্রদানের খবর গোটা পাকিস্তানে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া সৃষ্টি করে। পাকিস্তানে মূলধারার টেলিভিশন চ্যানেলে কথা বলার সময় বিশ্লেষক এবং রাজনীতিবিদদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাতে দেখা যায়। তাদের কারো কারো ধারণা এ ব্যাপারে ভারতের প্রতিক্রিয়া হবে কঠোর, বাকিরা মনে করেন এতে দু’দেশের সম্পর্ক নাটকীয় কোন পরিবর্তন হবে না। ‘একটি প্রতিক্রিয়া থাকবে’ লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) তালাত মাসুদ বলেন, ” পাকিস্তান এক দীর্ঘ সময় ধরে পাকিস্তানের অস্থিতিশীলতায় ভারতের জড়িত থাকার বিষয়টি প্রমাণ করার লড়াই করেছে। আমাদের রাষ্ট্রদূতরা অনেক দেশে গিয়ে এ ব্যাপারে সহায়তা চেয়েছে। কিন্তু কিছু পায়নি। এখন সেটি পাওয়া গেলো
এদিকে, ভারত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিতকে তলব করে একটি প্রতিবাদ হস্তান্তর করেছে। ছ আহ্বান এবং রাজনীতিক বিচার হস্তান্তর বলেন, “ভারতীয় একজন নাগরিকের বিরুদ্ধে আইন ও বিচার মৌলিক নিয়ম না মেনে দেয়া এ ধরনের রায় কার্যকর করা হয় তাহলে সরকার ও ভারতের জনগণ এটাকে পূর্বকল্পিত হত্যা হিসেবে বিবেচনা করবে।”
সূত্র: সাউথ এশিয়ান মনিটর
Discussion about this post