অ্যানালাইসিস বিডি ডেস্ক
শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই ‘অস্থিতিশীলতার’ আশঙ্কার অযুহাত দেখিয়ে ছাত্রলীগকে উস্কে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত (২৭ আগস্ট) শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজিত আলোচনা সভায় তিনি ছাত্রলীগকে উদ্দেশ্য করে এমন কথা বলেন।
ছাত্রলীগের নেতাকর্মীদের উস্কে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “অচিরেই বিশ্ববিদ্যালয় খুলছে। আপনাদের কিন্তু আটঘাট বেঁধে নামতে হবে।
ওবায়দুল কাদের দাবি অনেক অপশক্তি এবার মাঠে নামে চ্যালেঞ্জ করবে। বিশ্ববিদ্যালয়কে ঘিরেই তারা অস্থিতিশীলতা তৈরি করবে। এছাড়া বাংলার আকাশে এখনও ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছেন তিনি। এছাড়া সামাজিক আন্দোলনের কোটা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলন নাকি অরাজকতা হয়েছিলো বলেও দাবি করেন তিনি। এই্ সব অযুহাত দেখিয়ে ছাত্রলীগকে উস্কে দেন আওয়ামী লীগের এই নেতা।
ওবায়দুল কাদেরের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন রাজনৈতিক মহল ও সচেতন মহল। তারা বলছেন, করোনা কালীন সময়ে ছাত্রলীগ সন্ত্রাসীদের ধর্ষণের হাত থেকে রক্ষা পায়নি যশোর এমসি কলেজের এক শিক্ষার্থী। এছাড়া বিশ্ববিদ্যালয় হল বন্ধ থাকার ঘোষনা থাকলেও তারা হল গুলোতেও থেকেছে ও বিভিন্ন অনিয়ম লুটপাট করেছেভ দীর্ঘ দেড় বছর পর বিশ্ববিদ্যালয় খোলার ঘোষনা দিয়েই সেই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে উস্কে দিচ্ছেন একজন সরকারের মন্ত্রী। সাধারণ মানুষের কাছে ছাত্রলীগের চরিত্র স্পষ্ট। আর উনি দলের একজন প্রভাবশালী নেতা হয়ে কিভাবে এমন সন্ত্রাসী সংগঠন উস্কে দিতে পারেন। তারা আসলে দেশ থেকে শিক্ষাকে ধ্বংস করতে চায়। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা তৈরী করে লেখাপড়া থেকে শিক্ষার্থীদের বিমুখ করতে চায়।
Discussion about this post