অ্যানালাইসিস বিডি ডেস্ক
পেঁয়াজ নিয়ে এক নজিরবিহীন অরাজকতা সৃষ্টি হয়েছে সারাদেশে। ৩০ টাকা কেজির পেঁয়াজ ২৫০ টাকা দিয়ে কিনতে হবে এমনটা কখনো মানুষের চিন্তায় আসেনি। কিন্তু বাস্তবে সেটাই হচ্ছে। স্বাধীনতার পর পেঁয়াজ নিয়ে বাংলাদেশে কখনো এমন লঙ্কাকাণ্ড ঘটেনি। বাংলাদেশের পেঁয়াজ সংকটের সংবাদ এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমও এখন চলছে পেঁয়াজ নিয়ে ক্ষোভ-রসিকতা। তবে, সব কিছুকে ছাপিয়ে এবার আলোচনার কেন্দ্রে চলে আসছে পাকিস্তান থেকে আমদানি করা ৮২ টন পেঁয়াজ।
বুধবার সন্ধ্যায় পাকিস্তান থেকে ৮২ টন পেঁয়াজ নিয়ে বেসরকারি একটি বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ইতিমধ্যে বিমান থেকে পেঁয়াজ খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানা গেছে।
পাকিস্তানি পেঁয়াজের খবর গণমাধ্যমগুলোতে প্রকাশের পরই এনিয়ে চলছে আলোচনা-সমালোচনা ও রসিকতা। অনেকেই বলছেন বন্ধুরা বিপদে ফেলে চলে গেলো আর শত্রুরা এখন সাহায্যে এগিয়ে এলো।
পেঁয়াজ নিয়ে বাংলাদেশকে মূলত স্মরণকালের এই সংকটে ফেলেছে আমাদের অকৃত্রিম বন্ধু দেশ ভারত। মন-দিল উজাড় করে আমরা যাদেরকে সব কিছু বিলিয়ে দেই, নিজেদের কৃষি জমিকে মরুভূমি বানিয়ে যাদেরকে পানি দেই কৃষি উৎপাদনের জন্য, নিজের পকেটের পয়সা খরচ করে রাস্তা তৈরি করে দিয়ে যাদেরকে যানবাহন চালাতে দেই, নিজেদের জেলেদেরকে গৃহবন্দি করে যাদের জেলেদেরকে সাগরে মাছ ধরতে দেই, সেই ভারত হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়ে কঠিন সংকটের মুখে ফেলে দেয় বাংলাদেশকে।
ভারতের দুয়েকটি রাজ্য বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি চাইলেও শেখ হাসিনার অকৃত্রিম বন্ধু নরেন্দ্র মোদি অনুমতি দেয়নি। এমনকি শেখ হাসিনা নিজে ভারত গিয়ে পেঁয়াজ সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বলে আসার পরও বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করেনি ভারত।
আওয়ামী লীগ নেতাদের ভাষায়-ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হলো আকাশ ছোয়া। আর পররাষ্ট্রমন্ত্রী মোমেনের ভাষায় তো-ভারত-বাংলাদেশের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক বিরাজমান। এমন বন্ধু দেশ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়ে বাংলাদেশকে সংকটে ফেলে দেয়ায় এদেশের মানুষ শুধু হতাশ নয়, ভারতের প্রতি চরমভাবে ক্ষুব্দও হয়েছে।
সচেতন মহল বলছেন, আমরা যাদেরকে শত্রু বলে গণ্য করি। যাদের বিরোদ্ধে যুদ্ধ করে এই স্বাধীনতা পেঁয়েছি তারাই আজ আমদের পাশে এসে দাড়ালো। পাকিস্তান বিপদের সময় ৮২ টন পেঁয়াজ নিয়ে আমাদের পাশে দাঁড়ালো। ৭১’র সাহায্যকারী বন্ধু যখন আমাদেরকে গর্তে ফেলে দিলো, তখন ৭১’র সেই শত্রু আমাদেরকে গর্ত থেকে উঠাতে সাহায্যের হাত বাড়িয়ে দিলো। তাই অনেকেই প্রশ্ন তুলছেন-বাংলাদেশের আসল বন্ধু কে? ভারত নাকি পাকিস্তান?