অ্যানালাইসিস বিডি ডেস্ক
উগ্রবাদী জঙ্গিরা বাংলাদেশে আবারও বড় ধরণের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এমনকি, সরকারের মন্ত্রী-এমপিরাও জঙ্গিদের এ হামলার টার্গেট হতে পারে বলেও উল্লেখ করেছেন কাদের।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের কাছে দেয়া কাদেরের এমন বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই এনিয়ে রাজনৈতিক অঙ্গন, চায়ের স্টল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম কথাবার্তা চলছে। অনেকে আবার উৎকণ্ঠাও প্রকাশ করছেন।
ওবায়দুল কাদের হলেন সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দ্বিতীয় ব্যক্তি। দেশে কখন কি হচ্ছে এবং হবে সব খবরই আসে তার কাছে। তাই, স্বাভাাবিক কারণেই ওবায়দুল কাদেরের দেয়া তথ্য অনেক গুরুত্ব বহন করে।
আরেকটি আশঙ্কার বিষয় হলো-ইতিপূর্বে দেখা গেছে, ওবায়দুল কাদের যখনই কোনো নাশকতা বা জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেছেন তখনই দেশে কিছু একটা ঘটেছে। হয়তো জঙ্গি হামলার ঘটনা ঘটেছে নয়তো বিরোধীদলকে ফাঁসানোর জন্য সরকার পরিকল্পিতভাবে বোমা হামলা বা অন্য কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে।
অপরদিকে, ওবায়দুল কাদেরের এই বক্তব্যের পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে মন্ত্রী পাড়ায়। আতঙ্কে ভোগছেন এমপিরাও। কারণ, শনিবার রাতে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাইন্সল্যাব এলাকা দিয়ে যাওয়ার সময় হামলাটি চালানো হয়েছে। মন্ত্রীর কোনো সমস্যা না হলেও তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিষয়টিকে নিছক দুর্ঘটনা বলে উড়িয়ে দেয়ার চেষ্টা করছেন।
একাধিক সূত্রে জানা গেছে, পুলিশের পক্ষ থেকে ওবায়দুল কাদেরকে জানানো হয়েছে এই হামলার টার্গেট ছিল মূলত মন্ত্রী। কিন্তু, এমপি-মন্ত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা থেকে কাদের বিষয়টিকে এড়িয়ে গিয়ে বলছেন-হামলার টার্গেট ছিল পুলিশ।
এরপর, সামনে মন্ত্রী-সাংসদরা টার্গেট হবে না, তা বলা যাবে না, কাদেরের এমন তথ্য প্রদানের পরই উদ্বিগ্ন হয়ে পড়ছেন সরকারের মন্ত্রী ও এমপিরা। বিশেষ করে গতকালের ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম একেবারে ভেঙ্গে পড়েছেন। জানা গেছে, সরকারের পক্ষ থেকে মন্ত্রী-সাংসদদেরকে সতর্কতার সঙ্গে চলা ফেরারও পরামর্শ দেয়া হয়েছে।