অ্যানালাইসিস বিডি ডেস্ক
দেশের জনপ্রিয় একটি অনলাইন নিউজ পোর্টাল পরিবর্তনডটকম সাইটটি ব্লক করে দিয়েছে সরকার। প্রথম দিকে পরিবর্তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গিয়েছিল-প্রশাসনের সঙ্গে একটি নিউজ নিয়ে তাদের একটু ঝামেলা হয়েছে। এনিয়ে সরকারের সঙ্গে তাদের কথা হচ্ছে। কিন্তু পরবর্তীতে জানা গেছে, সাইটটি বন্ধের মূল কারণ অভিনেতা পীষূষের সেই কথিত জঙ্গি বিরোধী বিজ্ঞাপন নিয়ে করা একটি নিউজ।
এদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথিত জঙ্গি বিরোধী বিজ্ঞাপন প্রচারের পর সকল শ্রেণি পেশার মানুষের কঠিন চাপে পড়ে পীষূষ। এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে দাবি করে যে, গণমাধ্যমে আমরা এই বিজ্ঞাপন দেইনি। এই নামে আমাদের সংগঠন আছে কিন্তু বিজ্ঞাপনটি আমরা দেইনি।
এরপরই পরিবর্তনডটকম একটি নিউজ করেছিল যে, বিজ্ঞাপনটি গণমাধ্যমে দিল কে? এই নিউজ করার পরই কঠিন চাপে পড়ে যায় সেই সব জাতীয় দৈনিকগুলো যারা বিজ্ঞাপনটি প্রচার করেছিল। এরপর বিজ্ঞাপন দাতার নাম প্রকাশ না করার জন্য পত্রিকাগুলোকে চাপ দেয়া হয়।
অ্যানালাইসিস বিডির অনুষন্ধানে জানা গেছে, কথিত জঙ্গি বিরোধী এই বিজ্ঞাপন প্রচারে আওয়ামীপন্থী সাংবাদিক নেতা শফিকুর রহমান ও সাবান মাহমুদসহ আরও বেশ কয়েকজন জড়িত। তারা এই বিজ্ঞাপন থেকে মোটা অংকের টাকা খেয়েছেন। নিউজটি ডিলেট করার জন্য তারা পরিবর্তনডটকমকে অনেক চাপ সৃষ্টিও করেছেন। কিন্তু পরিবর্তন কর্তৃপক্ষ নিউজটি ডিলেট না করায় সরকারকে দিয়ে তারা সাইটটি ব্লক করে দিয়েছে।
আরেকটি সূত্রে জানা গেছে, যেসব জাতীয় দৈনিকগুলো পীষূষের এই বিজ্ঞাপন ছেপেছিল পরিবর্তন বন্ধের পেছনে তাদের হাতও রয়েছে। তারাও সাইটটি বন্ধের জন্য তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন।
বিশিষ্টজনসহ সচেতন মানুষ মনে করছেন, সরকার পীষূষকে বাঁচাতে জনপ্রিয় একটি নিউজ পোর্টাল বন্ধ করে দিয়ে নোংরা খেলা শুরু করেছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার জন্য যেখানে শাস্তি হওয়ার কথা ছিল পীষূষের, সেখানে সরকার তাকে বাঁচাতে অন্যায়ভাবে একটি গণমাধ্যম বন্ধ করে দিয়েছে। এটা গণমাধ্যমের সঙ্গে সরকারের ফ্যাসিবাদী আচরণ।