পাকিস্তানে হামলা চালাতে গিয়ে উল্টো দেশটির সেনাবাহিনীর আক্রমণের মুখে পড়ে বিমান বিদ্ধস্ত হয়ে আটক হওয়ার ছবি প্রকাশ হলেও তা স্বীকার করেনি ভারত। পাকিস্তানে আটককৃত সেনাকে নিখোঁজ বলে দাবি করে আসছিল নয়াদিল্লী। তবে শেষ পর্যন্ত ‘নিখোঁজ ভারতীয় পাইলট’ উইং কমান্ডার অভিনন্দন পাকিস্তানেই আছেন বলে স্বীকার করে নিয়েছে ভারত।
এদিকে পাকিস্তানের হাতে উইং কমান্ডার অভিনন্দন আটক হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতে। তাকে জীবিত ফিরিয়ে আনার দাবি উঠেছে দেশটির বিভিন্ন মহল থেকে। তাছড়া আক্রমণ করতে গিয়ে পাকিস্তানের পাল্টা আক্রমণে দুটি যুদ্ধবিমান ভূপাতিত, দুইজন পাইলট নিহত ও একজন আটক হওয়ায় ভারতীয় সেনাদের মনে ভীতির সঞ্চার করেছে। আক্রমণ করতে গিয়ে এভাবে পাকিস্তানের পাল্টা আক্রমণের শিকার হতে হবে এটা তারা চিন্তাও করতে পারেনি বলে জানা যায়। পাকিস্তানী বাহিনীর পাল্টা আক্রমণ ভারতীয় সেনাবাহিনীর জন্য বড় ধাক্কা হয়ে এসেছে বলেও দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়। পাশাপাশি আটক হওয়ার পর ভারতীয় পাইলটের রক্তাক্ত ছবি ছড়িয়ে পড়ারও প্রতিবাদ করেছে ভারত।
বুধবার সকালে পাকিস্তানের সামরিক বাহিনী ভারত আক্রমণ করে। জবাবে ভারতের বিমান বাহিনী আক্রমণ পরিচালনা করতে পাকিস্তানে প্রবেশ করলে পাকিস্তানী বিমানবাহিনীর পাল্টা আক্রমণে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়। এতে ভারতের দুইজন পাইলট নিহত হয় ও একজনকে আটক করে পাকিস্তান।
পরে পাকিস্তান দাবি করে যে, আটককৃত পাইলট তাদের হেফাজতে আছে। একপর্যায়ে এটি মেনে নেয় দিল্লী।
এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। মাটিতে থাকা সৈনিকরাই প্রথম পাকিস্তানের যুদ্ধ বিমান দেখতে পান। পাকিস্তানের বিমান বাহিনীকে ‘যোগ্য জবাব’ দেয়া হয়।
এদিকে পাকিস্তানের হামলার খবর পেয়েই নিজের নির্ধারিত কর্মসূচিতে কিছুটা বদল আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরুরি ভিত্তিতে বৈঠকে বসেন তিনি। সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ছাড়াও মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
সূত্র: নয়াদিগন্ত