দলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপিকে সমাবেশের মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৯ আগস্ট) দুপুরে ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিঞা এ অনুমতি দেন। ফলে শনিবার দুপুরের পর বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে পারবে দলটি।
ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এ তথ্য জানান। এদিকে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির আবেদন বিবেচনা করে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, তারা নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাবে। তাদের মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে।’
এর আগে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ডিএমপি কার্যালয়ে গিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর শনিবার বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। সমাবেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন বলেও জানানো হয়।
এ্যানী বলেন, ‘আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের অনুরোধ করেছে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে। পরে আমরা দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।’
সূত্র: বাংলা ট্রিবিউন