অ্যানালাইসিস বিডি ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কয়েকজন নেতা বর্তমানে ভারত সফর করছেন। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা যায় তা নিশ্চিতকরনে তারা এই সফরকালে ভারতের মোদী সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন বলে জানিয়েছে ভারতের প্রভাবশালী ‘দ্য হিন্দু’ পত্রিকা। প্রতিবেদনটি ভাষান্তর করেছে অ্যানালাইসিস বিডি।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, বিএনপি ভারত সরকারের কাছে অভিযোগ করেছে যে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চাইছে। আর এই অঞ্চলে ভারত যেহেতু গনতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সবচেয়ে এগিয়ে তাই প্রতিবেশী দেশের এই অবস্থাটি তাদের বিবেচনায় রাখা দরকার।
পরবর্তীতে দ্য হিন্দুকে দেয়া সাক্ষাতকারে সফরকারী বিএনপি প্রতিনিধি দলের প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র এবং আমরা চাই তারা গঠনমুলক ভুমিকা পালন করুক এবং নির্বাচনে নির্দিষ্ট কোন দলকে সমর্থন না দিক।
দ্য হিন্দু তাদের প্রতিবেদনে বলেছে ভারতের বেশ কিছু দায়িত্বশীল মহলকে তুষ্ট করার জন্যই এবং আওয়ামী লীগের সাথে ভারতের দীর্ঘদিনের আস্থার সম্পর্কে চিড় ধরানোর অভিপ্রায়েই বিএনপি’র এই প্রতিনিধি দল এখন নয়াদিল্লী সফর করছে।
খসরু এই সময় সাংবাদিকদের আরো বলেন, বাংলাদেশে অনেকের মধ্যেই ভুল ধারনা আছে যে ভারত বোধ হয় একপেশেভাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সব কাজকেই সমর্থন দিয়ে যায়। আমরা তাদেরকে বুঝিয়েছি যদি বাংলাদেশে গনতন্ত্র থাকে, তাহলে যে দলই জিতুক ভারতের তাতেই লাভ হবে।
উল্লেখ্য ২০১৪ সালের বিতর্কিত ৫ জানুয়ারীর নির্বাচনের আগে ও পরে ভারতের নগ্নভাবেই পররাষ্ট্র সচিব সুজাতা সিং নির্বাচন বয়কট করায় বিএনপির সমালোচনা করেছিলেন।
বিএনপি নেতারা অভিযোগ করেন যে বর্তমান আওয়ামী সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৭৮ হাজার মামলা দায়ের করেছে। যার কারনে প্রায় ১৮ লাখ বিএনপি নেতাকর্মী এখন বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে পলাতক জীবন যাপন করছে।
দ্য হিন্দুকে ২০১৬ সালে শেখ হাসিনা নিজেই একটি সাক্ষাতকার দেন যাতে তিনি দাবী করেন যে এই সকল মামলাই অভিযোগের ভিত্তিতেই দায়ের করা হয়েছে। কোনটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়। এদিকে গত ফেব্রুয়ারী থেকে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি কথিত দুর্নীতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে ঢাকার পুরাতন কারাগারে আটক রয়েছেন।
বিএনপি ভারত সরকারের কাছে অভিযোগ করেছে যে, বিএনপি নেত্রী ও দলকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার জন্যই এই কারাদন্ড দেয়া হয়েছে। তারা আরো দাবী করেছেন, যদি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে সব দল অংশ নিতে না পারে তাহলে দেশের গনতন্ত্র হুমকির মুখে পড়বে এবং সেই সুযোগে অপশক্তিগুলো পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
দ্য হিন্দুর প্রতিবেদন লিংক: BNP seeks India’s help for free and fair polls in Bangladesh