অ্যানালাইসিস বিডি ডেস্ক
ডা. মো: আব্দুস সালাম। নিজেকে যিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হিসেবে পরিচয় দিয়ে থাকেন। অনেক সময় নিজেকে মুক্তিযোদ্ধা বলেও পরিচিত করেন মানুষের সামনে। ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিলের অস্থায়ী সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের ব্যবধানে সীমাহীন অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে অনেকটাই বদলে ফেলেছেন স্বাস্থ্যসেবায় সুনাম অর্জনকারী ইসলামী ব্যাংক হাসপাতালের চেহারা। প্রতিটি বিষয়ে অনেকটা ঘোষণা দিয়েই চাঁদাবাজি ও উৎকোচ গ্রহণ করছেন তিনি। বিভিন্ন কোম্পানীর কাছ থেকে মোটা অংকের কমিশন গ্রহণ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নামে অনেকটা প্রকাশ্যেই চাঁদাবাজি করে চলেছেন তিনি। কনসালটেন্ট, কর্মকর্তাদের সাথে যাচ্ছেতাই ব্যবহার আর স্বেচ্ছাচারিতার ফলে দীর্ঘদিনের সুনাম থাকলেও ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিল সে সুনাম আর ধরে রাখতে পারছে না।
আব্দুস সালামের বিরুদ্ধে যত অভিযোগ:
১ মার্চ ২০১৯ থেকে তিন মাসের জন্য অস্থায়ী নিয়োগপ্রাপ্ত হলেও দুই মাস অতিক্রান্ত না হতেই সীমাহীন অনিয়ম আর দুর্নীতির অভিযোগ জমেছে ডা. আব্দুস সালামের বিরুদ্ধে। সরেজমিনে ঘুরে এসব অভিযোগের সত্যতাও মিলেছে। সরকারের দোহাই দিয়ে এসব অনিয়ম দুর্নীতি লাগামহীনভাবে চলায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও মনে করেন সচেতন মহল।
লাগামহীন কমিশন বাণিজ্য:
দীর্ঘ সময় ধরে রাজধানীর প্রাণকেন্দ্রে তুলনামূলক কম খরচে স্বাস্থ্যসেবা দিয়ে আসলেও সে সুনাম চাপা পড়েছে ডা. আব্দুস সালামের লাগামহীন কমিশন বাণিজ্যে। ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিলের দীর্ঘ পথচলার ইতিহাসে এমন অনৈতিক লেনদেনের ইতিহাস না থাকলেও ডা. আব্দুস সালাম সে কদর্য ইতিহাস রচনা করেছেন। যে সমস্ত কোম্পানীর ঔষধ চিকিৎসকরা সাধারণত লেখেন না, মোটা অংকের টাকা খেয়ে ফার্মেসী ইনচার্জের অনুমতি ছাড়াই সেসব কোম্পানীর ঔষধ চালানোর নির্দেশ দেয়া হয় অস্থায়ী সুপার আব্দুস সালামের পক্ষ থেকে। তার নির্দেশেই ক্রয়কৃত RANGS, ORION, INCEPTA সহ বেশ কিছু নতুন কোম্পানীর ঔষধ অবিক্রিত অবস্থায় স্টকে পড়ে আছে। এতে লোকসানের মুখ দেখতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।
এছাড়াও সকল কোম্পানী থেকে কমিশন খাওয়ার জন্য বিল আটকে দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। যা ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিলের সুদীর্ঘ ইতিহাসে নজিরবিহীন।
ল্যাবের সকল রিএজেন্ট কোম্পানীর কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতে তিনি খুবই সিদ্ধহস্ত।
ডা. আব্দুস সালামের এ অবৈধ কমিশন বাণিজ্যের শক্ত প্রমাণ রয়েছে হাসপাতালের এসি ক্রয় সংক্রান্ত হিসাবে। কমিশন না দেয়ায় তিনি বিল আটকে দিয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করে পূনঃরায় তার মন মত বিল করিয়ে নিয়েছেন।
যে সকল কোম্পানী হাসপাতালে বিভিন্ন ধরণের মালামাল সরবরাহ করতো, তাদের প্রত্যেকের কাছে বড় অংকের কমিশন দাবি করেছেন তিনি। কেউ কমিশন দিতে ব্যর্থ হলে মাল দিতে সরাসরি না করে দেন অস্থায়ী সুপার আব্দুস সালাম।
এছাড়া স্টোর ইনচার্জদের তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন কোম্পানীগুলোর কাছ থেকে কমিশন আদায় করে দিতে না পারলে তিনি কোনো বিলে স্বাক্ষর করবেন না।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নামে চাঁদাবাজি:
বঙ্গবন্ধু ফাউন্ডেশন নামে ভূঁইফোড় সংগঠনের নাম ব্যবহার করে নিজেই সংগঠনের নামে ফরম ছেপে ব্যাপক চাঁদাবাজির শক্তিশালী অভিযোগ রয়েছে ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিলের সুপারিনটেনডেন্ট ডা. আব্দুস সালামের বিরুদ্ধে। তিনি উক্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বলে দাবি করে থাকেন। এই পরিচয়ে ভিজিটিং কার্ডও বিতরণ করেন তিনি। হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে উক্ত সংগঠনের সদস্য ফরম পূরণ করিয়ে অনেকটা প্রকাশ্যেই লাখ লাখ টাকা চাঁদাবাজি করছেন ডা. আব্দুস সালাম। সাধারণ স্বল্প আয়ের কর্মচারীরাও তার এই চাঁদাবাজি থেকে রেহাই পাচ্ছে না।
অনেকেই মনে করছেন ক্ষমতার অপব্যবহার করে বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে তিনি এই চাঁদাবাজী চালিয়ে যাচ্ছেন। তাই এক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন ভূক্তোভোগীরা।
স্বজনপ্রীতি ও অবৈধ নিয়োগ:
সুপার আব্দুস সালামের বিরুদ্ধে হাসপাতালের গুরুত্বপূর্ণ পদে স্বজনপ্রীতি জনিত অবৈধ নিয়োগের অভিযোগ রয়েছে। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের (আইবিএফ) বিধি লঙ্ঘন করে হাসপাতালের মেইনটেইনেন্স বিভাগে নিজ পুত্র সুলতান মো: শাকিলকে নিয়োগ দিয়েছেন তিনি। সুপারের পুত্র হওয়ার কারণে প্রভাব খাটিয়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সাথে খারাপ আচরণের বহু প্রমাণ রয়েছে শাকিলের বিরুদ্ধে।
এছাড়া একইভাবে বিধি লঙ্ঘন করে হাসপাতালের অভ্যর্থনা বিভাগে ইসমাইল নামে এক ব্যক্তিকে নিয়োগের অভিযোগ রয়েছে ডা. আব্দুস সালামের বিরুদ্ধে।
প্রতিবেদকের সাথে কথা বলতে গিয়ে সাধারণ কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করে জানান, ডা. আব্দুস সালামের চেম্বারে প্রায়ই বহিরাগত উদ্ভট নারীরা আসা যাওয়া করেন। ঘন্টার পর ঘন্টা তিনি নির্জন কক্ষে এসব নারীদের সাথে আড্ডায় মেতে থাকেন। হাসপাতালের কিছু নারী কর্মচারীও কারণে অকারণে যাওয়া আসা করেন বলে তাদের অভিযোগ। তারা ক্ষোভের সাথে জানান, এতে ইসলামী ব্যাংক হাসপাতালের পরিবেশ বিনষ্ট হচ্ছে। সম্মান ক্ষুণ্ণ হচ্ছে।
সাধারণ রোগীদের সাথে কথা বলে জানা যায়, মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে তারা আগের মত আন্তরিক সেবা পাচ্ছেন না। ফলে হাসপাতালের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন রোগীরা। বিশৃংখলা আর অনিয়মের মাত্রা দিন দিন বেড়ে চলায় তারা খুবই উদ্বিগ্ন।
সেবার মান কমে যাওয়ার ব্যাপারে হাসপাতাল সংশ্লিষ্ট এক কর্মকর্তার নিকট জিজ্ঞাসা করলে তিনি জানান, সুপারের পক্ষ থেকে কনসালটেন্ট ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে দূর্ব্যবহার করার কারণে তারা রোগীদের আগের মত সেবা দিতে আগ্রহবোধ করেন না। ফলে এরই মধ্যে ক্ষতির মুখ দেখেছে জনপ্রিয় এই লাভজনক প্রতিষ্ঠানটি। এ অবস্থা থেকে উত্তরণ না ঘটলে দিন দিন রোগীর আগমন কমতে থাকবে বলে মনে করেন তিনি।
মাত্র তিন মাসের জন্য সুপারিনটেনডেন্ট হিসেবে অস্থায়ী নিয়োগপ্রাপ্ত ডা. আব্দুস সালাম অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে বিষিয়ে তুলেছেন সুনাম অর্জনকারী সেবা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক হাসপাতালের পরিবেশ। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ রোগী থেকে শুরু করে হাসপাতালের সাথে সংশ্লিষ্ট সর্বস্তরের মানুষ ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। আব্দুস সালামের এসব দুর্নীতি থেকে রেহাই পেতে দুদক ও সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের হস্তক্ষেপ কামনা করছেন তারা।