অ্যানালাইসিস বিডি ডেস্ক
২০ দলের নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে আজ রাজপথে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি জোটের শরিক হিসেবে অবস্থান নিয়েছিলো জামায়াত শিবিরের নেতাকর্মীরাও।
সকালে খালেদা জিয়ার গাড়িবহর বকশীবাজারের দিকে যাওয়ার সময় মগবাজার থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী যোগ দেয়। এসময় তাদের সাথে জামায়াত ও শিবিরের অসংখ্য নেতাকর্মীকেও অংশ নিতে দেখা গেছে।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদকসহ ঢাকা মহানগর দক্ষিণ ও পূর্ব শাখার শিবির নেতাকর্মীদেরকে এসময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে দেখা গেছে।
জানা যায়, জোটের বৈঠকে শরিক দলগুলো খালেদার নেতিবাচক রায়ের বিরুদ্ধে প্রতিবাদে বিএনপির সঙ্গে অংশগ্রহন করবে বলে কথা দিয়েছিলো। সেই সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতের নেতাকর্মীরাও বিএনপির সঙ্গে রাস্তায় অবস্থান নিতে দেখা গেছে।
এছাড়া ছাত্রশিবিরের নেতাকর্মীদেরকেও কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়েছিলো রাজপথে নামার জন্য। সেই নির্দেশ অনুযায়ী ঢাকা মহানগর দক্ষিণ ও পুর্ব শাখার নেতাকর্মীরা খালেদার গাড়িবহরে বিএনপি নেতাকর্মীদের সাথে যোগ দেয়।
এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অন্য আসামিদের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান এ রায় দেন।
এর আগে বেলা সোয়া ২টার দিকে আদালত হাজির হন খালেদা জিয়া। এসময় তার সঙ্গে বিএনপি’র শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক ও অন্যায় রায়ের প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এছাড়া শনিবারও প্রতিবাদ কর্মসূচি রেখেছে বিএনপি। তবে এ বিষয়ে পরে জানানো হবে বলে ফখরুল জানান।
জোটের শরিক বিশেষ করে জামায়াতের একটি সূত্র জানিয়েছে, জোটনেত্রী বেগম খালেদা জিয়া কেন্দ্রীক আগামীর সকল কর্মসূচীতে তারা সক্রিয়ভাবে অংশগ্রহন করবে।