ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) ভারতীয় সেনাবাহিনীকে ৬৬টি নতুন প্রজন্মের ৩ডি নজরদারি ও শনাক্তকরণ রাডার সরবরাহ করবে। এলটা ভারতীয় সেনাবাহিনীর জন্যই বিশেষভাবে এই রাডার তৈরি করেছে। এই রাডারের কাছাকাছি রাডার হলো নেদারল্যান্ডসের থালেস।
ভারত তার পশ্চিম উপকূলে নজরদারি জোরদার করার জন্য ৪২টি রাডার স্টেশন তৈরি করবে। এই রাডার দিয়ে নিচু দিয়ে উচ্চগতিতে উড়ে যাওয়া যুদ্ধবিমান, এক স্থানে অবস্থান করা হেলিকপ্টার, অতি নিচু দিয়ে উড়ে যাওয়া অত্যন্ত হালকা বিমান ও ড্রোনও শনাক্ত করতে সক্ষম। এলটা রাডার সব আবহাওয়ায় একইসাথে অনেক টার্গেট শনাক্ত করা যায়।
এসব সরঞ্জামের আরেকটি সুবিধা হলো, এগুলো খুব সহজে অন্যত্র নেয়া যায় এবং এতে বিদ্যুৎ খরচও হয় কম। পাকিস্তান ও চীন সীমান্তের হিমালয়ের কঠিন এলাকায় এগুলো মোতায়েন করা হবে বলে জানা গেছে।
ভারতীয় সেনাবাহিনী এমন ধরনের রাডার চেয়েছিল যা দিয়ে নিখুঁতভাবে দূরত্ব পরিমাপ করা যায়, দিক নির্ণয় করা যায়, প্রতিটি টার্গেটের পরিমাপ করা যায়।
এ ধরনের রাডার সংগ্রহের জন্য ভারতীয় সেনাবাহিনী ২০১২ সালে দরপত্র আহবান করেছিল। তাতে ইতালির ইন্টেগ্রাটি, যুক্তরাষ্ট্রের রেথিয়ন, নেদারল্যান্ডের থালেস, ইসরাইলের আইএআই এবং রাশিয়ার রোসোরোরোনেক্সপোর্ট অংশ নেয়। শেষ পর্যন্ত ইসরাইলি প্রতিষ্ঠানটিই দরপত্র লাভ করে।
এসব রাডার ফ্লাইক্যাচার রাডারের স্থলাভিষিক্ত হবে। এইচএসএ এসব রাডার ১৯৮৭ সালে ভারতীয় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছিল।
সূত্র: সাউথ এশিয়ান মনিটর
Discussion about this post