অ্যানালাইসিস বিডি ডেস্ক
করোনা ভ্যাক্সিন নিয়ে বিতর্কের রেষ কাটতে না কটাতেই ইতোমধ্যে টিকা প্রয়োগও শুরু করেছে ভারত সরকার। দেখা গেছে, ভারতে করোনাভাইরাসের টিকা নেয়ার পর নানা ধরণের বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এসব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, এবং বমিভাব। এ পর্যন্ত প্রায় ১০০০ জনের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া মৃত্যুও হয়েছে ৩ জনের।
এই ঘটনায় ভারতের জনগণ যেমন ভারত সরকারের প্রতি বিশ্বাস হারিয়েছে তেমনি বাংলাদেশে বেড়েছে আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভারতের টিকা বর্জনের আহবান জানিয়েছেন। কেউ কেউ আবার ভারতের দেয়া টিকাকে ষড়যন্ত্র বলেও অনেকে মন্তব্য করছেন।
বিশ্লেকরা বলছেন, ভারতের টিকা বাংলাদেশের জনগণের মধ্যে ভয়-আতঙ্ক সৃষ্টির যথেষ্ট কারন রয়েছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারত তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে নিজেদেরকে বিশ্বস্ত বন্ধু হিসেবে প্রমাণ করতে পারেনি। ভারত প্রতিবেশি দেশ হলেও সব কাজেই তারা বাংলাদেশের সাথে জোচ্চুরি করে যাচ্ছে। তাই ভারতের কোনো কথায়ই এখন বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না।
তারা বলছেন, ভারতে টিকা নেয়ার পর মানুষ অসুস্থ হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশের পরই বাংলাদেশে মানুষের মধ্যে ভয়-আতঙ্ক দেখা দিয়েছে। মানুষ এখন আর ভারতের টিকা নেয়ার আগ্রহ দেখাচ্ছে না। যদিও সরকারের মন্ত্রী বলছেন-ভারতের টিকা নিরাপদ। কিন্তু মানুষ তাদের কথায় আস্থা রাখতে পারছে না।শুধু বাংলাদেশ নয় ভারতের জনগণও ভরত সরকারের ওপর বিশ্বাস হারিয়েছে।
এদিকে আওয়ামী লীগের বন্ধু দেশ ভারত থেকে ২০ লাখ করোনার টিকা বাংলাদেশে এসেছে। আগামী ২৭ জানুয়ারি থেকে সরকার টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষের এই সংশয় আদৌ কাটবে কি না তা প্রশ্ন থেকেই যায়।