অ্যানালাইসিস বিডি ডেস্ক
দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা নিয়ে অবশেষে টনক নড়েছে সরকারের।কয়েক দিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা প্রকাশ করে আসছেন। আর বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বললেন-দেশে নাকি করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। তাই এখন করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন ক্ষমতাসীনরা।
দেখা গেছে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাও করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। মূলত-শেখ হাসিনার নির্দেশের পরই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আজ দেশে যে করোনা আছে সেটা স্বীকার করেছেন।
এখন প্রশ্ন হচ্ছে দেশে করোনার প্রথম ঢেউ শেষ হয়েছিলো কবে? করোনা কি দেশ থেকে আদৌ বিদায় নিয়েছিল? সরকার প্রধানরা এর জবাব দিতে পারবে?
দেখা গেছে, করোনার শুরু থেকে তথ্য গোপন করতে সকল ধরণের কৌশল করে আসছে সরকার। করোনা ব্রিফিং থেকে শুরু করে শেষ পর্যন্ত করোনার টেস্টও কমিয়ে নিয়ে এসেছেন তারা। সবশেষে যখন নিয়ন্ত্রণের বেইরে চলে যাচ্ছে তখনই দ্বিতীয় বার সংক্রমণের অযুহাত দিচ্ছেন তারা।
অনুসন্ধান বলছে, বিগত দুই মাস ধরে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞসহ বিশিষ্টজনেরা বিভিন্ন তথ্য-উপাত্য দিয়ে বলে আসছেন যে, করোনার গতি কমেনি। টেস্ট কমিয়ে দেয়ার কারণে করোনার ধরন-প্রকৃতি বুঝা যাচ্ছে না। অনেক মানুষের মধ্যেই করোনার উপসর্গ রয়েছে। পরীক্ষা না করার কারণে এগুলো ধরা পড়ছে না।
বিশেষজ্ঞরা সরকারকে বার বার বলে আসছেন যে, সরকার হঠাৎ করে সব বিধি নিষেধ তুলে নেয়ার কারণে মানুষ আবার বেপরোয়া চলাফেরা করছে। সামাজিক দূরত্ব মানছে না। মানছে না স্বাস্থ্য বিধিও। যার কারণে করোনা আবার যেকোনো সময় ভয়াবহ আকার ধারণ করতে পারে।
কিন্তু, বিশেষজ্ঞদের এসব কথাকে পাত্তাই দেননি সরকারের মন্ত্রীরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একবার তো বলেই ফেললেন-বিশেষজ্ঞদের কথা ভুল প্রমাণ করে করোনা নিয়ন্ত্রণে। এখন আবার বলছেন-করোনার দ্বিতীয় ঢেউ আসছে।
আর স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক তো প্রায় প্রতিদিনিই বলেছেন-দেশে করোনা নাই। করোনা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে। কোনো ভ্যাকসিন লাগবে না। করোনা এমনিতেই চলে যাবে।
রাজনীতিক বিশ্লেষকসহ সচেতন মানুষ বলছেন, সরকারের খামখেয়ালির কারণেই দেশে করোনা আবার বাড়ছে। করোনায় যত মানুষ মারা যাচ্ছে সব দায় সরকারের।
তারা বলছেন, শেখ হাসিনা ও জাহেদ মালিকের পক্ষে জনগণের এসব প্রশ্নের জবাব দেয়া সম্ভব না। কারণ, দেশে করোনার প্রথম ঢেউ এখনও শেষ হয়নি। করোনা দেশ থেকে চলে যায়নি। করোনার গতিও কমেনি। মাঝখানে সরকার রহস্যজনক কারণে টেস্ট কমিয়ে দিয়ে করোনাকে চাপা দিয়ে রেখেছিল। সবেশেষে দেয়ালে যখন পিঠ লেগে গেছে তখনই নতুন অযুহাত দাড় করাচ্ছেন ক্ষমতাসীন নেতারা।