অ্যানালাইসিস বিডি ডেস্ক
আগামী বছর অর্থাৎ ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালনের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ২০২০ সালকে সরকার মুজিববর্ষ হিসেবে ঘোষণা দিয়েছে। গত ১৭ মার্চ শেখ মুজিবের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দিয়েছেন। রাজধানী ঢাকা থেকে শুরু করে সারাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের পাড়ায় মহল্লায় যাতে মুজিববর্ষ পালন করা হয় সেই লক্ষ্যে একাধিক কমিটিও গঠনের ঘোষণা দেয়া হয়েছে। ইতিমধ্যে আওয়ামীপন্থী বুদ্ধিজীবীদের সমন্বয়ে কয়েকটি কমিটিও গঠন করা হয়েছে।
৭১ সালের মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবের ভুমিকা নিয়ে অবশ্যই বিতর্ক আছে। তিনি স্বাধীনতা চেয়েছেন বা স্বাধীনতার জন্য পাকিস্তানী সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন এমন কোনো প্রমাণ আজ পর্যন্ত আওয়ামী লীগ দেখাতে পারেনি। শেখ মুজিব মূলত ক্ষমতা চেয়েছিলেন। ৭ মার্চের ভাষণে শেখ মুজিব মূলত কেন্দ্রীয় সরকারকে ৪টি শর্ত দিয়েছিলেন। পশ্চিম পাকিস্তন যদি তার দেয়া শর্তগুলো পূরণ করতো তাহলে নিশ্চয় পূর্ব পাকিস্তান আর আলাদা হতো না। মুক্তিযুদ্ধেরও প্রয়োজন হতো না।
এরপর মুক্তিযুদ্ধের পর থেকে ৭৫ সালের ১৫ আগস্টের পূর্ব পর্যন্ত দেশ পরিচালনায় শেখ মুজিবের ব্যর্থতার পাল্লাই বেশি ভারী ছিল। শেখ হাসিনা তার বাবা শেখ মুজিবকে মহামানব হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে শেখ মুজিবের স্বপ্নের যে ফিরিস্তি প্রতিদিন মানুষের সামনে তুলে ধরছেন তা সবই অতিরঞ্জিত ও বিকৃত। কারণ, শেখ মুজিবের পুরো আমলটাই ছিল দুর্নীতি, লুটপাট, খুন-হত্যা, ধর্ষণ, চুরি-ডাকাতি, বিরোধী পক্ষের ওপর দমন-পীড়ন, নির্যাতনে ভরপুর। মানুষের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের জন্য পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হলেও শেখ মুজিব দেশের সব রাজনৈতিক দল ও গণমাধ্যম বন্ধ করে দিয়ে দেশে সেই পাকিস্তানি শাসন জারি করেছিল। এদেশের সকল শ্রেনি-পেশার মানুষ শেখ মুজিব ও তার পরিবারের ওপর এতই ক্ষুব্ধ ছিল যে, ১৫ আগস্ট তারই ঘনিষ্ঠদের হাতে স্বপরিবারে জীবন দিতে হলো শেখ মুজিবকে।
তারপরও এদেশের মানুষ মুক্তিযুদ্ধে শেখ মুজিবের অবদানকে একেবারে অস্বীকার করে না। মুক্তিযুদ্ধের আগে দেশের মানুষকে অধিকার আদায়ে সংগঠিত করেছিলেন শেখ মুজিব। পূর্ব বাংলার পক্ষ থেকে আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে বলিষ্টভাষায় প্রতিবাদ করেছিলেন। এসব সত্য। দেশের মানুষ এসব স্বীকারও করে।
কিন্তু, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবা শেখ মুজিবকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যা করছেন তা সবই অতিরঞ্জিত। দেশের বিশিষ্ট ব্যক্তিদের নামে করা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নাম পরিবর্তন করে সেগুলোতে শেখ মুজিবের নাম দেয়া হয়েছে। আবার শেখ মুজিবকে প্রতিষ্ঠিত করতে দেশের বিভিন্ন অঞ্চলে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা অপচয় করে তার নামে বিনোদন পার্ক করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সর্বশেষ সরকার মুজিববর্ষ পালনের যে কর্মসূচি হাতে নিয়েছে সেজন্য আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনসহ আওয়ামীপন্থী ব্যক্তিদের নিয়ে দেশে যত সংগঠন ও সংস্থা আছে সবগুলোতে একটি করে কমিটি গঠন করা হবে। সেই হিসেবে কয়েকশ কমিটি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি কমিটির জন্যই সরকারের পক্ষ থেকে থাকবে মোটা অংকের বাজেট।
একাধিক সূত্রে জানা গেছে, মুজিববর্ষ পালনের জন্য সরকার রাষ্ট্রের বিভিন্ন সেক্টর থেকে এক হাজার কোটি টাকা আদায়ের পরিকল্পনা করেছে। এসব খাতের মধ্যে ব্যাংক-বিমাসহ আর্থিক খাতকে তালিকার শীর্ষে রাখা হয়েছে। এছাড়া স্থানীয় পর্যায়ে ব্যাংক-বিমা ও ব্যবসা প্রতিষ্ঠান থেকেতো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনগুলো চাঁদাবাজি করবেই। মোটকথা মুজিববর্ষ পালনের নামে সরকার লুটপাটের আরেক বৃহৎ প্রজেক্ট হাতে নিয়েছে।