অ্যানালাইসিস বিডি ডেস্ক
স্বাধীনতার ৬ বছর পর প্রতিষ্ঠিত হওয়ার পর চড়াই উৎরাইয়ের দীর্ঘ ৪২ বছরের পথ পাড়ি দিয়ে ৪৩ বছরে পা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি আজ নানা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তাদের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।
সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, মেধাবী ও দরিদ্র ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মুক্তিযোদ্ধার সন্তানদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান, অনাথ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইত্যাদি।
১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ছয়জন ছাত্র মিলে প্রতিষ্ঠা করে ইসলামী ছাত্রশিবির। সেই ৬ জনের শিবির এখন লক্ষ লক্ষ শিক্ষার্থীর সংগঠন।
আজ সকালেই সারাদেশে সংগঠনটির প্রায় শতাধিক শাখায় বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। রাজধানী ঢাকাতেও চার শাখা আলাদা চারটি র্যালীর আয়োজন করে। র্যালীগুলোতে ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটি শিক্ষাঙ্গনে সন্ত্রাস, প্রশ্নফাঁস, ডিজিটাল জালিয়াতি, ভর্তি-বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ইভটিজিং ও মাদক রুখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
এছাড়া ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতন বন্ধ, ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত ও সুষ্ঠু পরিবেশে সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণে ডাকসুসহ অন্যান্য ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।
দিনটিকে সামনে রেখে গত ৪ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে সংগঠনটি। পাশাপাশি সারাদেশের শাখাসমূহকে এসব কর্মসূচী পালনের জন্য নির্দেশ দিয়েছেন সংগঠনের সভাপতি ড. মোবারক হোসাইন ও সেক্রেটারি জেনারেল পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম।